বিষন্নতা নামে সুখ আছে এক
বিষন্নতা নামে সুখ আছে এক।
নীরব জোছনায়
শান্ত জলের উপর পড়া
আলোর সরব আদরের আবদারে
দেখা মেলে তার।
ফের দেখা পেলে
জানাবো তোমায়।
জানিও তুমিও।
নীরব জোছনায়
শান্ত জলের উপর পড়া
আলোর সরব আদরের আবদারে
দেখা মেলে তার।
ফের দেখা পেলে
জানাবো তোমায়।
জানিও তুমিও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৭/০৪/২০২৫ভালো ভাবনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৪/২০২৫বেশ
-
শ.ম. শহীদ ১৪/০৪/২০২৫বাহ্ !
অল্প কথায় সুন্দর উপস্থাপণ। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৪/২০২৫বেশ
-
ফয়জুল মহী ১২/০৪/২০২৫অসাধারণ অনুভূতি প্রকাশ