অভিমানের প্রয়োজনে
বেহিসেবি মানুষগুলোর হিসাব
আনমনে গুছিয়ে যায়
থেমে থাকা সময়ের আলাপনে।
আর হিসেবি মানুষগুলো দিশেহারা
বেহিসেবি সময়ের
কথা না রাখার অভিমানে।
ভাবনার সেই অলি-গলি আর প্রান্তর,
হলো দেখা সেখানেই।
আমার তোমার, তোমার আমার।
কাছে আসা মানেই
দূরে যাবার অনুভূতিগুলির সাথে
দেখা হবার আয়োজন।
চাহনির জড়তা নেই বলেই
দৃষ্টির জড়তার আগাম সম্ভাষণ।
বয়ে যাক সময়।
এখনো অনেক বাকী
চেনা চলার পথের।
হিসাব ছাড়াই বেহিসাবি সময়
অপলক তাকিয়ে
শুধু প্রতুত্তরের।
আনমনে গুছিয়ে যায়
থেমে থাকা সময়ের আলাপনে।
আর হিসেবি মানুষগুলো দিশেহারা
বেহিসেবি সময়ের
কথা না রাখার অভিমানে।
ভাবনার সেই অলি-গলি আর প্রান্তর,
হলো দেখা সেখানেই।
আমার তোমার, তোমার আমার।
কাছে আসা মানেই
দূরে যাবার অনুভূতিগুলির সাথে
দেখা হবার আয়োজন।
চাহনির জড়তা নেই বলেই
দৃষ্টির জড়তার আগাম সম্ভাষণ।
বয়ে যাক সময়।
এখনো অনেক বাকী
চেনা চলার পথের।
হিসাব ছাড়াই বেহিসাবি সময়
অপলক তাকিয়ে
শুধু প্রতুত্তরের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৩/২০২৫নাইস
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৩/২০২৫সুন্দর হয়েছে
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৩/২০২৫সুন্দর
-
ইকরামুল শামীম ২৬/০৩/২০২৫বেশ ভালো
-
ফয়জুল মহী ২৬/০৩/২০২৫খুব সুন্দর লিখেছেন