কোলাহলের উপর নীরবতার আবরনে
মিলে যাবে সময়ের স্রোতের মতো
না থাকার আবেশ যেভাবে
অবশ করে অস্থির সময়ের
ভালোবাসাকে
কখনো ভালো না বেসেই,
সেভাবে।
হেঁটে যাওয়া পথ মিলে যেতে চায়
নীরবতার শূন্যতায়।
হঠাৎ হোঁচট খাওয়া
স্মৃতির চেনা পথেই।
মিলে যাবে হিসাব
তাই বেহিসাবি এই আনাগোনা।
সন্ধ্যার আলো এখনো মেলেনি রাত্রে।
সময়ের স্রোত
ক্ষনিকের জন্য আনমনে।
অন্য রকম এক
কাছে আসবার প্রয়োজনে।
কোলাহলের উপর নীরবতার আবরনে।
না থাকার আবেশ যেভাবে
অবশ করে অস্থির সময়ের
ভালোবাসাকে
কখনো ভালো না বেসেই,
সেভাবে।
হেঁটে যাওয়া পথ মিলে যেতে চায়
নীরবতার শূন্যতায়।
হঠাৎ হোঁচট খাওয়া
স্মৃতির চেনা পথেই।
মিলে যাবে হিসাব
তাই বেহিসাবি এই আনাগোনা।
সন্ধ্যার আলো এখনো মেলেনি রাত্রে।
সময়ের স্রোত
ক্ষনিকের জন্য আনমনে।
অন্য রকম এক
কাছে আসবার প্রয়োজনে।
কোলাহলের উপর নীরবতার আবরনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৩/২০২৫দারুণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৩/২০২৫সুন্দর