নীরবতার চিঠিটার হাত-বদল
ইচ্ছাগুলির অন্যপাশে
কিছু কিছু সত্যি আছে।
কিছু কিছু চোখের
মিল আছে, অমিল আছে -
মেলামেশা আছে।
বাঁকানো আছে
স্মৃতির পথের ধারের
সাজানো সব কোলাহল।
নীরবতার চিঠিটা
বহু আগেই হাত-বদল হয়েছে।
দৃষ্টিতে দৃষ্টিতে
চোখ-বদল হওয়াটাই
কেবল বাকি।
মিথ্যাগুলির অন্য পাশে
সেরকম কিছু কিছু
ইচ্ছারাও আছে।
কিছু কিছু সত্যি আছে।
কিছু কিছু চোখের
মিল আছে, অমিল আছে -
মেলামেশা আছে।
বাঁকানো আছে
স্মৃতির পথের ধারের
সাজানো সব কোলাহল।
নীরবতার চিঠিটা
বহু আগেই হাত-বদল হয়েছে।
দৃষ্টিতে দৃষ্টিতে
চোখ-বদল হওয়াটাই
কেবল বাকি।
মিথ্যাগুলির অন্য পাশে
সেরকম কিছু কিছু
ইচ্ছারাও আছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৩/২০২৫সুন্দর লেখা কবি ।