যদি আরেকবার সেই সকাল হয়
তোমার সবকিছু
কিছু কিছু সকালের
কাছে কিভাবে
প্রিয় সন্ধ্যা হয়ে যায়?
সঙ্গে নিয়ে যায়
কাছের সবকিছুই -
দূর বলে আর
কিছুই নাই যেন
দৃষ্টির সীমানার
এপারে আর ওপারে।
গোলকধাঁধাঁ আবেগের
গোলোকেই বাঁধা।
নিচ থেকে দেখা
অন্য আকাশের মতো।
সময়ের হিসাব ছাড়া।
সবার কাছেই চেনা
শুধু অচেনা নিজের আয়না।
নতুন জীবনের
বহু পুরোনো সে আয়োজন।
যা আছে তাই থাকে।
একবার ফিরে চাওয়াটা
বারবার চাওয়ার মতোই।
যদি আরেকবার সেই সকাল হয়,
আগাম সন্ধ্যার এই আমন্ত্রন তোমাকে।
কিছু কিছু সকালের
কাছে কিভাবে
প্রিয় সন্ধ্যা হয়ে যায়?
সঙ্গে নিয়ে যায়
কাছের সবকিছুই -
দূর বলে আর
কিছুই নাই যেন
দৃষ্টির সীমানার
এপারে আর ওপারে।
গোলকধাঁধাঁ আবেগের
গোলোকেই বাঁধা।
নিচ থেকে দেখা
অন্য আকাশের মতো।
সময়ের হিসাব ছাড়া।
সবার কাছেই চেনা
শুধু অচেনা নিজের আয়না।
নতুন জীবনের
বহু পুরোনো সে আয়োজন।
যা আছে তাই থাকে।
একবার ফিরে চাওয়াটা
বারবার চাওয়ার মতোই।
যদি আরেকবার সেই সকাল হয়,
আগাম সন্ধ্যার এই আমন্ত্রন তোমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৩/২০২৫বেশ
-
কামরুজ্জামান সাদ ২৫/০২/২০২৫ভালো লেখা
-
নাসিফ আমের চৌধুরী ২৪/০২/২০২৫আরও লিখতে থাকুন কবি।সুন্দর লেখনী।
-
ফয়জুল মহী ২৩/০২/২০২৫চমৎকার লিখেছেন