পাখিদের মাঝেও পথিক আছে
সময়ের মতো থেমে থাকা
তোমার প্রহরের কাছাকাছি।
মুহূর্ত হয় অনেক দিনের।
সময় লাগে
সময়ের ভাষা বুঝতেই।
চোখের ভাষা না হয়
দেখেও না দেখার মতোই
রয়ে গেলো আপাতত।
চলে যেতে যেতে
ফিরে তাকানো যায়
একবার,
আরো একবার।
পাখিদের মাঝেও পথিক আছে।
বারবার ফিরে আসে।
আকাশ তার যতই খোলা হোক না।
তোমার প্রহরের কাছাকাছি।
মুহূর্ত হয় অনেক দিনের।
সময় লাগে
সময়ের ভাষা বুঝতেই।
চোখের ভাষা না হয়
দেখেও না দেখার মতোই
রয়ে গেলো আপাতত।
চলে যেতে যেতে
ফিরে তাকানো যায়
একবার,
আরো একবার।
পাখিদের মাঝেও পথিক আছে।
বারবার ফিরে আসে।
আকাশ তার যতই খোলা হোক না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০২/২০২৫সুন্দর
-
মোঃ সোহেল মাহমুদ ১৩/০২/২০২৫সুন্দর অনুভূতি।
-
আলমগীর সরকার লিটন ১২/০২/২০২৫সুন্দর অনুভব
-
ফয়জুল মহী ১১/০২/২০২৫খুবই দারুণ উপস্থাপন প্রিয়
-
নবাব শাহজাদা ১১/০২/২০২৫সুন্দর।