শেষ হওয়া আর ক্ষয় হওয়া
তুমি আমি ভিন্ন ভাবে আসলে একই।
শক্ত মেঘের ধারা কোমল পাথরে,
একদিন ভালোবাসার
বিন্দু বিন্ধুতেই ক্ষয় হবে।
শেষ হবে না।
অপেক্ষায় থাকো বলেই
অপেক্ষারা আছে সাথে তোমার।
শেষ হয়, ক্ষয় হয় না।
তুমি আমি ভিন্ন ভাবে আসলে একই।
শক্ত মেঘের ধারা কোমল পাথরে,
একদিন ভালোবাসার
বিন্দু বিন্ধুতেই ক্ষয় হবে।
শেষ হবে না।
অপেক্ষায় থাকো বলেই
অপেক্ষারা আছে সাথে তোমার।
শেষ হয়, ক্ষয় হয় না।
তুমি আমি ভিন্ন ভাবে আসলে একই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০২/২০২৫সুন্দর
-
মোঃ সোহেল মাহমুদ ০৩/০২/২০২৫অনুপম।
-
আলমগীর সরকার লিটন ০৩/০২/২০২৫বেশ অনুভব
-
ফয়জুল মহী ০২/০২/২০২৫চমৎকার লিখেছেন প্রিয় কবি