চোখে চোখে কিছু কিন্তু রয়েই যায়
সরাসরি মানে কি
চোখের পানির মতো
মোলায়েম এক অনুভূতি,
বরাবর নিচের দূরের মেঘের মতো।
নাকি চোখে চোখ রাখা
দীপ্ত সেই অনুরোধ,
চোখের না দেখা রেখার মতো
উপরে উপরেই মিলিয়ে যাওয়া ক্ষত?
যা কিছু আসে,
তাই কি ফিরে যায়?
চোখে চোখে কিছু কিন্তু রয়েই যায়।
চোখের পানির মতো
মোলায়েম এক অনুভূতি,
বরাবর নিচের দূরের মেঘের মতো।
নাকি চোখে চোখ রাখা
দীপ্ত সেই অনুরোধ,
চোখের না দেখা রেখার মতো
উপরে উপরেই মিলিয়ে যাওয়া ক্ষত?
যা কিছু আসে,
তাই কি ফিরে যায়?
চোখে চোখে কিছু কিন্তু রয়েই যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ৩১/১২/২০২৪খুব সুন্দর!
-
মোঃ সোহেল মাহমুদ ৩১/১২/২০২৪অসাধারণ।
-
ফয়জুল মহী ৩১/১২/২০২৪খুব চমৎকার উপস্থাপন করেছেন প্রিয় মুগ্ধতা নিয়ে গেলাম