প্রায় প্রেমের কবিতা
যে কারনে এক ভিন্ন জগতে
একলা বিচরন, ঠিক সে কারণেই কিন্তু
শূন্যতার সঙ্গী সঙ্গ খুঁজে যায় -
কিছু বোঝার আগেই সেই যে সাড়া দেয়া,
মনে পড়ারও তো একটা সুসময় আছে।
সবসময় কি আর সবকিছু মনে পড়ে?
একলা বিচরন, ঠিক সে কারণেই কিন্তু
শূন্যতার সঙ্গী সঙ্গ খুঁজে যায় -
কিছু বোঝার আগেই সেই যে সাড়া দেয়া,
মনে পড়ারও তো একটা সুসময় আছে।
সবসময় কি আর সবকিছু মনে পড়ে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১২/২০২৪গ্রেট
-
মোঃ সোহেল মাহমুদ ২৩/১২/২০২৪Good
-
ফয়জুল মহী ২২/১২/২০২৪খুব সুন্দর হয়েছে