নীরবতার সশব্দ মিছিল
অনুভূতির সবখানে
সবখানের অনুভূতি
যদিও থাকে,
কোলাহলের ভিড়ে
নীরবতারও এক ধরণের
সশব্দ মিছিল থাকে।
তেমনি এক মিছিলে
তোমার আমার দেখা।
ভুলে যাওয়ার অভিনয়টা
তোমার আমার
অর্ধেক অর্ধেক।
প্রায় সম্পূর্ণ সে প্রাপ্তি।
অনুভুতির সবখানে
সবখানের অনুভূতির মতো।
সবখানের অনুভূতি
যদিও থাকে,
কোলাহলের ভিড়ে
নীরবতারও এক ধরণের
সশব্দ মিছিল থাকে।
তেমনি এক মিছিলে
তোমার আমার দেখা।
ভুলে যাওয়ার অভিনয়টা
তোমার আমার
অর্ধেক অর্ধেক।
প্রায় সম্পূর্ণ সে প্রাপ্তি।
অনুভুতির সবখানে
সবখানের অনুভূতির মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২১/১২/২০২৪সুন্দর।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১২/২০২৪চমৎকার লেখা
-
আলমগীর সরকার লিটন ১৯/১২/২০২৪চমৎকার
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৯/১২/২০২৪ভালো
-
ফয়জুল মহী ১৮/১২/২০২৪চমৎকার
ভাল লাগল।