অংকটা তার বোঝো আর নাই বোঝো
তুমিও জানো সেটা,
না জানলেও।
তুমিও খোঁজো সেটা,
না খুঁজলেও।
লেখা থাকে চোখের
ভাষায় ভাষায়,
পাতায় পাতায়।
তুমিও পড়ো সেটা,
না পড়লেও।
অদৃশ্য টানে টানে
কাছে আসার এক
হিসেব আছে -
তুমিও আছো
সেই হিসেবে।
অংকটা তার
বোঝো আর নাই বোঝো।
ইতিহাস জুড়ে
একটু তফাৎ কেবল -
আমি থেকেও নেই,
তুমি না থেকেও আছো।
না জানলেও।
তুমিও খোঁজো সেটা,
না খুঁজলেও।
লেখা থাকে চোখের
ভাষায় ভাষায়,
পাতায় পাতায়।
তুমিও পড়ো সেটা,
না পড়লেও।
অদৃশ্য টানে টানে
কাছে আসার এক
হিসেব আছে -
তুমিও আছো
সেই হিসেবে।
অংকটা তার
বোঝো আর নাই বোঝো।
ইতিহাস জুড়ে
একটু তফাৎ কেবল -
আমি থেকেও নেই,
তুমি না থেকেও আছো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৫/১২/২০২৪বেশ সুরময়
-
মোঃ সোহেল মাহমুদ ১৩/১২/২০২৪ভালো লাগলো। শুভকামনা।
-
ফয়জুল মহী ১২/১২/২০২৪চমৎকার লিখেছেন।
ভালো লাগলো। -
অপূর্ব দেব ১১/১২/২০২৪সুন্দর হয়েছে