অপেক্ষা কিংবা ভালোবাসা
কার জন্য যে কার অপেক্ষা -
প্রশ্নের আগেই উত্তরের মতো
কালকের প্রেমটার আজকের মতো
ভুল বোঝাবুঝির মতো।
থেমে থাকা সময়টা
এখনো স্থির হয়ে
অপেক্ষায় অস্থির।
সময়টাও থামবে এখুনি।
এক অবসর আছে
ভালোলাগার।
বেছে নিতে গিয়েই
অনেকটা হঠাৎ
ভালোবাসা।
বেছে নিতেই হয় -
অপেক্ষা কিংবা ভালোবাসা।
প্রশ্নের আগেই উত্তরের মতো
কালকের প্রেমটার আজকের মতো
ভুল বোঝাবুঝির মতো।
থেমে থাকা সময়টা
এখনো স্থির হয়ে
অপেক্ষায় অস্থির।
সময়টাও থামবে এখুনি।
এক অবসর আছে
ভালোলাগার।
বেছে নিতে গিয়েই
অনেকটা হঠাৎ
ভালোবাসা।
বেছে নিতেই হয় -
অপেক্ষা কিংবা ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ১১/১২/২০২৪সুন্দর
-
মোঃ সোহেল মাহমুদ ০৯/১২/২০২৪সুন্দর লিখেছেন।
-
ফয়জুল মহী ০৮/১২/২০২৪Excellent