এই অচেনা হওয়াটা খুব দরকার ছিল
এই অচেনা হওয়াটা
আসলেই খুব দরকার ছিল।
জানালা ছিল, মেঘ ছিল।
আশার মতো জ্বলে থাকা
জলের উপর আসা-যাওয়ার
কুয়াশা ছিল।
অর্ধেক সত্যির ভালোবাসার
কাছাকাছি কোথাও প্রণয়ও ছিল।
তারপরও এই অচেনা হওয়াটা
খুব দরকার ছিল।
সব দরকার যে প্রয়োজন
তাও কিন্তু না।
আসলেই খুব দরকার ছিল।
জানালা ছিল, মেঘ ছিল।
আশার মতো জ্বলে থাকা
জলের উপর আসা-যাওয়ার
কুয়াশা ছিল।
অর্ধেক সত্যির ভালোবাসার
কাছাকাছি কোথাও প্রণয়ও ছিল।
তারপরও এই অচেনা হওয়াটা
খুব দরকার ছিল।
সব দরকার যে প্রয়োজন
তাও কিন্তু না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৫/১১/২০২৪সুন্দর লেখনী। শুভকামনা।
-
ফয়জুল মহী ২৩/১১/২০২৪Excellent
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/১১/২০২৪দারুণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১১/২০২৪সবকিছুই অচেনা হয়ে যায় একদিন।
-
suman ২২/১১/২০২৪সুন্দর, প্রাসঙ্গিক