অচেনা মেঘে চড়ে আমাদের এই চলাচল
চলেই যদি হবে যেতে
মিলাই তবে আকাশেই।
ঠিক পাশেই।
দৃষ্টির দূরত্ব কি আর
দরদামে কমানো বা
বাড়ানো যায়?
কিছু কিছু আকাশ কি
দৃষ্টির মধ্যেও লুকিয়ে থাকে না?
না চলে গেলেও হয়,
কিন্তু তা তো আর
ফেরবার পথের
সেই অপেক্ষার মতো
হবে না।
অভিমান জলের মতো
মিশে ধুয়াশা হয়ে
আকাশে মিলিয়ে যাবে না।
আকাশে যদি মিলাতেই হবে,
না চলে গেলেও হয় কিন্তু।
অচেনা মেঘে চড়ে
আলাদা করে রাখা কিছু সময়
গোটা অকাশটাকেও
নিয়ে আসতে পারে
এখানেই, এভাবেই।
যেভাবে তুমি, আমি
আর আমরা
চলে গিয়েও থেকে যাই
আর থেকে গিয়েও
দূরে হারাই।
মিলাই তবে আকাশেই।
ঠিক পাশেই।
দৃষ্টির দূরত্ব কি আর
দরদামে কমানো বা
বাড়ানো যায়?
কিছু কিছু আকাশ কি
দৃষ্টির মধ্যেও লুকিয়ে থাকে না?
না চলে গেলেও হয়,
কিন্তু তা তো আর
ফেরবার পথের
সেই অপেক্ষার মতো
হবে না।
অভিমান জলের মতো
মিশে ধুয়াশা হয়ে
আকাশে মিলিয়ে যাবে না।
আকাশে যদি মিলাতেই হবে,
না চলে গেলেও হয় কিন্তু।
অচেনা মেঘে চড়ে
আলাদা করে রাখা কিছু সময়
গোটা অকাশটাকেও
নিয়ে আসতে পারে
এখানেই, এভাবেই।
যেভাবে তুমি, আমি
আর আমরা
চলে গিয়েও থেকে যাই
আর থেকে গিয়েও
দূরে হারাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৪/১১/২০২৪চমৎকার উপস্থাপন।
-
আলমগীর সরকার লিটন ৩১/০৭/২০২৪সুন্দর ভাবনাময়
-
ফয়জুল মহী ৩০/০৭/২০২৪চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৭/২০২৪কবিতার নামটা সুন্দর