নিঝুম সন্ধ্যা
নিঝুম সন্ধ্যা মানে কি
বিকেলটা শেষ হয়ে গেল
নাকি
রাত্রিটা শুরু হলো?
তার চেয়ে বড় কথা
এমন সন্ধ্যাটা নিঝুমই বা কেন হবে?
যা হবার তা হয়ত হয়ই।
শুধু শুধু হয়ত আমরা কেউ কেউ
বিকেল সন্ধ্যা রাত্রি নিয়ে ভাবি।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
বিকেলটা শেষ হয়ে গেল
নাকি
রাত্রিটা শুরু হলো?
তার চেয়ে বড় কথা
এমন সন্ধ্যাটা নিঝুমই বা কেন হবে?
যা হবার তা হয়ত হয়ই।
শুধু শুধু হয়ত আমরা কেউ কেউ
বিকেল সন্ধ্যা রাত্রি নিয়ে ভাবি।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২০/০২/২০১৭অসাধারণ অনুভতি।
-
মুহাম্মদ রুমান ১৭/০২/২০১৭ভালোই।।।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০২/২০১৭বা! বেশ! অনেক শুভেচ্ছা।
-
প্রশান্ত কুমার ঘোষ ১৭/০২/২০১৭চমত্কার লেখা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০২/২০১৭পছন্দনীয় ও চমৎকার অভিপ্রায়
অঅর
দারুণ অভিব্যক্তির জন্য ধন্যবাদ!!!!