তিন
অতীত, বর্তমান আর
ভবিষ্যতের ভাঁজে ভাঁজে
যে সময়গুলো লুকিয়ে থাকে,
তাদের কি নাম দেয়া যায়?
যা না ছিল, না আছে,
না থাকবে।
সে গল্প না আগের,
না এখনকার, না পরের।
ধোঁয়ার মতোই হালকা
চোখের দেখা শুধু
যা কখনোই
চোখের সামনে, পেছনে
বা মধ্যেখানে আসেনি।
চেনা পরিচয় হতে না হতেই
অন্য কোথাও থেকে এসে
একটু করে ছুঁয়ে দিয়ে
চলে যায়,
কিছু বুঝতে না বুঝতেই।
জমা হয় কোথাও না কোথাও
ফিরে গিয়ে।
জল, স্থল আর আকাশের
বাইরে অন্য কোনো খানে।
অনেক যত্ন করে রেখে দেয়া
ঠিকানা ইচ্ছে করেই হঠাৎ
হারিয়ে ফেলার মতোই
যেন সবকিছুই হারিয়ে যায়।
নাম হারিয়ে যায়,
শিরোনাম হারিয়ে যায়।
ধোঁয়া ধোঁয়া চোখের দেখা
হারিয়ে যায়।
নামবিহীন সেইসব সময়ের
সাথে সাথে মুহূর্তগুলো
হারিয়ে যায়।
স্পর্শ হারিয়ে যায়।
অনুভূতির সীমানাগুলোও
সব হারিয়ে যায় -
না এখানে, না ওখানে
না সেখানে।
ভাঁজে ভাঁজে তবু
কি যেন একটা রয়েই যায়।
না অতীত, না বর্তমান
না ভবিষ্যত।
কি নাম দেয়া যায় তার?
ভবিষ্যতের ভাঁজে ভাঁজে
যে সময়গুলো লুকিয়ে থাকে,
তাদের কি নাম দেয়া যায়?
যা না ছিল, না আছে,
না থাকবে।
সে গল্প না আগের,
না এখনকার, না পরের।
ধোঁয়ার মতোই হালকা
চোখের দেখা শুধু
যা কখনোই
চোখের সামনে, পেছনে
বা মধ্যেখানে আসেনি।
চেনা পরিচয় হতে না হতেই
অন্য কোথাও থেকে এসে
একটু করে ছুঁয়ে দিয়ে
চলে যায়,
কিছু বুঝতে না বুঝতেই।
জমা হয় কোথাও না কোথাও
ফিরে গিয়ে।
জল, স্থল আর আকাশের
বাইরে অন্য কোনো খানে।
অনেক যত্ন করে রেখে দেয়া
ঠিকানা ইচ্ছে করেই হঠাৎ
হারিয়ে ফেলার মতোই
যেন সবকিছুই হারিয়ে যায়।
নাম হারিয়ে যায়,
শিরোনাম হারিয়ে যায়।
ধোঁয়া ধোঁয়া চোখের দেখা
হারিয়ে যায়।
নামবিহীন সেইসব সময়ের
সাথে সাথে মুহূর্তগুলো
হারিয়ে যায়।
স্পর্শ হারিয়ে যায়।
অনুভূতির সীমানাগুলোও
সব হারিয়ে যায় -
না এখানে, না ওখানে
না সেখানে।
ভাঁজে ভাঁজে তবু
কি যেন একটা রয়েই যায়।
না অতীত, না বর্তমান
না ভবিষ্যত।
কি নাম দেয়া যায় তার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জুলফিকার আলী ১৫/০১/২০১৭
-
মোনালিসা ১৪/০১/২০১৭চুন্দর
-
গুরুপদ নেয়ে ১৪/০১/২০১৭দারুণ!দারুণ!দারুণ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০১/২০১৭চমৎকার।
-
ইন্তিখাব আলম ১৪/০১/২০১৭khub sundr.
-
মোহাম্মদ ১৩/০১/২০১৭অনেক ভালো লিখা!
-
সোলাইমান ১৩/০১/২০১৭আবেগ প্লাবিত হলাম।
ভালোবাসা কবি! -
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০১৭যুগপৎ।
প্রচুর ধন্যবাদ।