শুনেছি কেবল
যায় না দেখা
যায় না ছোঁয়া
যায় না
চোখে চোখে
চোখ রাখা।
শুনেছি তোমার কথাই
কেবল।
আলোয় আলোয়
তোমার শুরু,
আভায় আভায়
রাঙানো।
প্রদীপ থেকে
আকাশের তারা,
দৃষ্টি সীমায় যা
আছে তার
সবটুকুতেই ছড়ানো।
হয়তো এখনো
এখানে, পাশেই।
কত কিছুই তো
আছে -
থেকে থেকে
শুধু শুধু
এই যে
বারে বারে
তাকানো আর
ফিরে তাকানো,
কারণ তো
একটা আছেই।
আছো হয়তোবা।
শুনেছি তোমার কথাই
কেবল।
আলোয় আলোয়
তৈরী,
আভায় আভায়
রাঙানো।
হয়তো দেখা
হয়,
কথা হয়।
এই যে পাশেই
আবছা আলোটা
সাজানো।
কে ওখানে?
জানি না কেবল
সেটাই তুমি।
জানি না কেবল
সেটাই আমি।
শুনেছি তোমার কথাই
কেবল।
যায় না ছোঁয়া
যায় না
চোখে চোখে
চোখ রাখা।
শুনেছি তোমার কথাই
কেবল।
আলোয় আলোয়
তোমার শুরু,
আভায় আভায়
রাঙানো।
প্রদীপ থেকে
আকাশের তারা,
দৃষ্টি সীমায় যা
আছে তার
সবটুকুতেই ছড়ানো।
হয়তো এখনো
এখানে, পাশেই।
কত কিছুই তো
আছে -
থেকে থেকে
শুধু শুধু
এই যে
বারে বারে
তাকানো আর
ফিরে তাকানো,
কারণ তো
একটা আছেই।
আছো হয়তোবা।
শুনেছি তোমার কথাই
কেবল।
আলোয় আলোয়
তৈরী,
আভায় আভায়
রাঙানো।
হয়তো দেখা
হয়,
কথা হয়।
এই যে পাশেই
আবছা আলোটা
সাজানো।
কে ওখানে?
জানি না কেবল
সেটাই তুমি।
জানি না কেবল
সেটাই আমি।
শুনেছি তোমার কথাই
কেবল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০১/২০১৭
-
সুশান্ত সরকার ০৯/০১/২০১৭খুব ভালো লাগলো
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ০৮/০১/২০১৭পড়ে ভালো লাগল। অভিনন্দন।
-
পরশ ০৮/০১/২০১৭বেশ হয়েছে
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০১/২০১৭বেশ ভালো।
-
আব্দুল হক ০৮/০১/২০১৭লম্বা কবিতার জন্য অভিনন্দন!
-
গালিব আফসারী ০৮/০১/২০১৭ভালো লাগল, অসাধারণ লেখা
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা রেখে গেলাম ।
ভালো থাকুন !