www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহাকাশ থেকে মিহিদানা

থেকে থেকে ডেকে যাওয়া,
পথ চাওয়া।
অধ্যায়ে অধ্যায়ে লেখা
যে নাম,
আঁধারের কিনারে কিনারে
তার খোঁজ নেওয়া।

এভাবেই মনে থাকা।
আবার,
এভাবেই ভুলে যাওয়া।

এভাবেই খুলে যাওয়া
বন্ধ দুয়ার,
আঁকা ছবিতে দেখা
হেটে যাওয়া বারান্দার
ছোট্ট দেয়াল।
তারা দেখা আকাশের,
সেখান থেকেই।  

প্রজন্ম থেকে প্রজন্মে।

আর, এভাবেই
বিশালতায়
চুপিচুপি সেই আকাশ
সমান রঙিন
স্বপ্ন নিয়েই
ছোট্ট রং-তুলির
খোঁজ করে যাওয়া
শূন্য পাতায় পাতায়।

অনেক কিছুই যেন
বলার আছে,
অনেক ছবিই আছে
যেন আঁকার।  

তোমার-আমার আর
আমাদের সবার জন্যেই।

মহাকাশ থেকে মিহিদানার
মতো অনুভূতিরা আসে,
চারিপাশে।
খোঁজ নেয়,
জন্মান্তরের গল্পগুলোর
কতটুকু মনে আছে,
আর কতটুকু
ইচ্ছা করেই
মনের ভুলে
কোথাও না কোথাও
পড়ে আছে।  

পথের ভুলেই
সে পথে চলা।  

হারানোর কিছুই নেই।
মহাকাশের আলো
দেখায় সে পথ -
কেউই একা  নয়।  
মিহিদানার মতো
অনুভূতিরা সব
চারিপাশেই কিন্তু
আসলেই আছে।
 
থেকে থেকে ডেকে যায়,
অধ্যায়ে অধ্যায়ে দেয়
নতুন নাম।  
তোমার-আমার আর
আমাদের সবার -
এভাবেই মনে থাকা
আবার,
এভাবেই ভুলে যাওয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast