www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবনা

ভাবনাগুলো সৈকতের বালুর মতো
হতে পারতো কিন্তু।
ঝরঝরে।
আলোর ঝিকিমিকি।
ভিজে আবার নিজে নিজেই
শুকিয়ে যেত।  
কেউ এসে বসলো কিনা
তাতে কিছুই যেত-আসতো না।  
কেউ চলে গেলে
পায়ের ছাপ রয়ে যেত।
সবচেয়ে বড় কথা
ভাবনাগুলো সমুদ্রের কতটা
কাছাকাছি থাকতো।


(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast