ভাবনা
ভাবনাগুলো সৈকতের বালুর মতো
হতে পারতো কিন্তু।
ঝরঝরে।
আলোর ঝিকিমিকি।
ভিজে আবার নিজে নিজেই
শুকিয়ে যেত।
কেউ এসে বসলো কিনা
তাতে কিছুই যেত-আসতো না।
কেউ চলে গেলে
পায়ের ছাপ রয়ে যেত।
সবচেয়ে বড় কথা
ভাবনাগুলো সমুদ্রের কতটা
কাছাকাছি থাকতো।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
হতে পারতো কিন্তু।
ঝরঝরে।
আলোর ঝিকিমিকি।
ভিজে আবার নিজে নিজেই
শুকিয়ে যেত।
কেউ এসে বসলো কিনা
তাতে কিছুই যেত-আসতো না।
কেউ চলে গেলে
পায়ের ছাপ রয়ে যেত।
সবচেয়ে বড় কথা
ভাবনাগুলো সমুদ্রের কতটা
কাছাকাছি থাকতো।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৯/০১/২০১৭যথার্থ ভাবনার সুন্দর প্রকাশ।অনবদ্য।
-
আমি-তারেক ০৮/০১/২০১৭dhonnobad sobaike montobber jonno...
-
শান্ত চৌধুরী ০৮/০১/২০১৭বাহ বেশ ভালোলাগলো
-
আনিসা নাসরীন ০১/০১/২০১৭ভালো লেগেছে।
-
আব্দুল হক ৩১/১২/২০১৬িবদায় ১৬ সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
-
শমসের শেখ ৩১/১২/২০১৬ভাবনা নিয়ে কবিরর মনভাব যথেষ্ট ফুটে উঠে।
-
রাবেয়া মৌসুমী ৩১/১২/২০১৬সুন্দর