ছুটি
মানুষ ছুটি চায়।
আবার মানুষ ছুটি থেকে
মুক্তিও চায়।
মানুষ চায় খোলা আকাশ
মেঘে ঢেকে যাক।
আবার মানুষ চায়
আকাশে খুলে যাক
নীলের দুয়ার।
মানুষ চায় একা হতে
আবার চায়
একাকীত্ব যেন না ছোঁয়।
তুমি,আমি, সে এবং তারা -
আমরা সবাই কি আশ্চর্য
চাওয়া-পাওয়া নিয়ে বেঁচে থাকি।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
আবার মানুষ ছুটি থেকে
মুক্তিও চায়।
মানুষ চায় খোলা আকাশ
মেঘে ঢেকে যাক।
আবার মানুষ চায়
আকাশে খুলে যাক
নীলের দুয়ার।
মানুষ চায় একা হতে
আবার চায়
একাকীত্ব যেন না ছোঁয়।
তুমি,আমি, সে এবং তারা -
আমরা সবাই কি আশ্চর্য
চাওয়া-পাওয়া নিয়ে বেঁচে থাকি।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গুরুপদ নেয়ে ২০/১২/২০১৬অভূতপূর্ব চিন্তার এক দুর্দান্ত প্রতিফলন!
-
সন্দীপ মন্ডল ১৭/১২/২০১৬Sundo
-
আমি-তারেক ১৬/১২/২০১৬sobai ke dhonnobadh...
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/১২/২০১৬ভাল লিখেছেন কবি।। বেশ লাগলো ...।
-
মোহাম্মদ কামরুল ইসলাম ১৬/১২/২০১৬ছুটির পিছনে ছুটি।
খুব ভালো লাগলো। -
ইন্তিখাব আলম ১৬/১২/২০১৬ভাল।
-
সোলাইমান ১৬/১২/২০১৬র্বাহ অসাধারণ, চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।