কারণে এবং শুধু শুধু
শুধু শুধু কি এই ফিরিয়ে দেয়া
যা কিছু আসার অপেক্ষায় উদগ্রীব
সকালের প্রথম দেখা আলোর রেখার মতো
সন্ধ্যার পরও মলিন না হওয়া
অর্ধেক দেখা আর অর্ধেক না দেখা
গোধূলির আলোর মতো
দেয়ালের এপার-ওপার
পথের এধার আর ওধার
হেটে যাওয়া যায়
আবার থেমেও যেতে হয়।
দুহাত ভরে নিয়ে নেয়া যায়
পূর্ণতার সবটুকু
আবার ডুবে যাওয়া যায়
শূন্যতার গহীন অন্ধকারে।
কি হবে, কি না হবে
তার সবটুকুই কিন্তু
কোনো না কোনো হিসেবে
লেখা আছে, নিবিড় করে
ছড়িয়ে আছে পাতায় পাতায়
শুধু সেই বইটা কোথায় না কোথায়
কে যেন রেখে চলে গেলো।
আমাদের সবার মতোই
আসছি বলে হঠাৎ মিলিয়ে গেলো।
আসবে, সেই জন্যই মনে হয়
কারণ ছাড়াই শুধু শুধু এই সব কিছু।
কারণ ছাড়া কোনো কিছুই হয়না।
আবার শুধু শুধুও কিন্তু অনেক কিছু হয়।
এরই মাঝখানে কোথাও না কোথাও
দাঁড়িয়ে থাকা।
শুধু শুধু তো আর এমন ঘন করে
মেঘ জমেনি মনের আকাশে,
বৃষ্টি হবে অনেক -
সেটাই কারণ অপেক্ষার
সেটাই কারণ এই শুধু শুধু দাঁড়িয়ে থাকার।
যা কিছু আসার অপেক্ষায় উদগ্রীব
সকালের প্রথম দেখা আলোর রেখার মতো
সন্ধ্যার পরও মলিন না হওয়া
অর্ধেক দেখা আর অর্ধেক না দেখা
গোধূলির আলোর মতো
দেয়ালের এপার-ওপার
পথের এধার আর ওধার
হেটে যাওয়া যায়
আবার থেমেও যেতে হয়।
দুহাত ভরে নিয়ে নেয়া যায়
পূর্ণতার সবটুকু
আবার ডুবে যাওয়া যায়
শূন্যতার গহীন অন্ধকারে।
কি হবে, কি না হবে
তার সবটুকুই কিন্তু
কোনো না কোনো হিসেবে
লেখা আছে, নিবিড় করে
ছড়িয়ে আছে পাতায় পাতায়
শুধু সেই বইটা কোথায় না কোথায়
কে যেন রেখে চলে গেলো।
আমাদের সবার মতোই
আসছি বলে হঠাৎ মিলিয়ে গেলো।
আসবে, সেই জন্যই মনে হয়
কারণ ছাড়াই শুধু শুধু এই সব কিছু।
কারণ ছাড়া কোনো কিছুই হয়না।
আবার শুধু শুধুও কিন্তু অনেক কিছু হয়।
এরই মাঝখানে কোথাও না কোথাও
দাঁড়িয়ে থাকা।
শুধু শুধু তো আর এমন ঘন করে
মেঘ জমেনি মনের আকাশে,
বৃষ্টি হবে অনেক -
সেটাই কারণ অপেক্ষার
সেটাই কারণ এই শুধু শুধু দাঁড়িয়ে থাকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১৫/১২/২০১৬সুন্দর কবিতা।
-
সোলাইমান ১৪/১২/২০১৬খুব সুন্দর কবি।