অশ্রু কিংবা আনন্দ-অশ্রু
আকাশের স্থির নক্ষত্রও কি অস্থির হয়?
কেঁপে কেঁপে উঠে শঙ্কায়?
ফিরে চায়।
হাসে একা একা।
সবই মিছেমিছি।
জীবন দোলে কেবল আনন্দে,
কাঁপে না কখনো।
পাতা ঝরে দেশ থেকে দেশান্তরে
আবার অন্য সীমানায় অন্য আলো।
আশা জাগে রাত জাগার মতো।
একদিন সবকিছু এক মনে হয়।
সব কিছু ঠিক।
হোক সে অশ্রু
কিংবা আনন্দ-অশ্রু।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
কেঁপে কেঁপে উঠে শঙ্কায়?
ফিরে চায়।
হাসে একা একা।
সবই মিছেমিছি।
জীবন দোলে কেবল আনন্দে,
কাঁপে না কখনো।
পাতা ঝরে দেশ থেকে দেশান্তরে
আবার অন্য সীমানায় অন্য আলো।
আশা জাগে রাত জাগার মতো।
একদিন সবকিছু এক মনে হয়।
সব কিছু ঠিক।
হোক সে অশ্রু
কিংবা আনন্দ-অশ্রু।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান টিটু ০৮/১২/২০১৬ভালো লাগল
-
আলমগীর সরকার লিটন ০৮/১২/২০১৬অসাধারণ - অনেক অভিনন্দন
-
মুহাম্মদ রুমান ০৭/১২/২০১৬ভালো