আকাশ
আকাশের দিকে তাকিয়ে
মানুষ যেমন
মানুষ নিয়ে ভাবে,
মানুষের দিকে তাকিয়ে
আকাশও তেমনি
মানুষ নিয়েই ভাবে।
খয়েরী রঙ এর চেয়ে
আবার কবে সবুজ রঙ
বেশী হবে নিচে?
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
মানুষ যেমন
মানুষ নিয়ে ভাবে,
মানুষের দিকে তাকিয়ে
আকাশও তেমনি
মানুষ নিয়েই ভাবে।
খয়েরী রঙ এর চেয়ে
আবার কবে সবুজ রঙ
বেশী হবে নিচে?
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোস্তাফিজার সুজন ০৫/১২/২০১৬চমৎকার
-
আলমগীর সরকার লিটন ০৫/১২/২০১৬আকাশ না থাকলে বাতাস থাকত না
সুন্দর--------