www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আজ কাল পরশু

মিথ্যা দিয়ে, সত্যি দিয়ে
সত্যি মিথ্যার মাঝে
যা কিছু আছে সব দিয়ে।

কিছু অন্ধকার দিয়ে, কিছু আলো দিয়ে
আলো অন্ধকারের মাঝে
দেখা না-দেখা যা কিছু আছে
সবটুকু দিয়ে।

ভাষা দিয়ে, কথা দিয়ে, নীরবতা দিয়ে
এদের মাঝখানের সবটুকু
বলা না-বলা দিয়ে।
পথ, পথের ধার,
ভাবনার অলি, গলি, প্রান্তর  
সব পেরিয়ে, সব হারিয়ে -
খুব যত্ন করে হারিয়ে যাওয়া
কিছু সুবাতাসকেই খুঁজে যাও তুমি।
জানি।  

তোমারি ফেলে আসা,
তুমিই খুঁজে পাবে তাই।
হয়তো আজই, এখুনি -
স্পষ্ট আলোর প্রতীক্ষায়
অস্পষ্ট যে চোখ
আনমনে পড়ছে
এই শব্দ গুলো এখন -
সেই চোখের কোথাও।

খুঁজে দেখো,
খুঁজে তুমি পাবে ঠিকই।
জানি।
আজ না পেলে কাল,
পরশু সর্বোচ্চ।
পাবে, জানি।

তোমারি ফেলে আসা,
তুমিই খুঁজে পাবে তাই।
ঠিক জানি।


(ইংল্যান্ড, ২০১৬)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast