একদিন হয়তো
একদিন মনে হয়
এমন একটা কিছু দেখবো -
অনেক দূরে নৌকা, রাত্রি
আর হালকা আলো।
অনেক মানুষ।
সব চেনা চেনা।
সবাই বদলে আসা মানুষ।
যার যেমনটা হবার কথা
তেমনটাই হয়ে
চারিপাশে।
মাঝখানের সময়গুলো শুধু শুধু
কেমন ছিল -
সেই হালকা আলোতে মনে হবে
এটাই হয়তো সময়ের নিয়ম।
বদলে যাওয়া মানুষগুলো
আবার ফিরে বদলাতে জানে।
আবারো হঠাৎ চেনা কণ্ঠদের হাসি,
ডাকাডাকি।
শব্দে কি তখন হঠাৎ ঘুম ভেঙে যাবে?
এমন একটা কিছু দেখবো -
অনেক দূরে নৌকা, রাত্রি
আর হালকা আলো।
অনেক মানুষ।
সব চেনা চেনা।
সবাই বদলে আসা মানুষ।
যার যেমনটা হবার কথা
তেমনটাই হয়ে
চারিপাশে।
মাঝখানের সময়গুলো শুধু শুধু
কেমন ছিল -
সেই হালকা আলোতে মনে হবে
এটাই হয়তো সময়ের নিয়ম।
বদলে যাওয়া মানুষগুলো
আবার ফিরে বদলাতে জানে।
আবারো হঠাৎ চেনা কণ্ঠদের হাসি,
ডাকাডাকি।
শব্দে কি তখন হঠাৎ ঘুম ভেঙে যাবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ১৫/১২/২০১৬সুন্দর
-
সোলাইমান ১৫/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন।
-
দীপঙ্কর বেরা ১৫/১২/২০১৬দারুণ