মনে রাখি - ভুলে যাই
আলো জ্বলে
নিভে যাবার জন্যই।
জলের উপর যে
চাঁদের ছায়া পড়ে,
তাও থাকে
হঠাৎ মিলিয়ে যাবার জন্যই।
চলে না গেলে বোধ হয়
কোনো ভাবেই আর
থেকে যাওয়া যায় না।
আবার আলো জ্বলে
আলো আঁধারি ফিরে আসে।
সরে যাওয়া চাঁদ
আবার দেখা দেয়।
ফিরে না আসলে বোধ হয়
চলে যাওয়াটাও সম্পূর্ণ হয় না।
এই আলো আঁধারি
আর জলের ছায়ায়
তুমি, আমি আর আমরা
কতটা অবাক হয়ে দেখি -
যেভাবেই চলে যাই
আর যেভাবেই ফিরে আসি,
পূর্ণতা নিয়ে জীবন ঠিকই দাঁড়িয়ে থাকে।
মনে রাখি এই সব, ভুলে যাবারই জন্য।
আবার ভুলে যাই এই সব, মনে পড়ারই জন্য।
পূর্ণতা নিয়ে তবু জীবন ঠিকই দাঁড়িয়ে থাকে।
(ইংল্যান্ড, ২০১৬)
নিভে যাবার জন্যই।
জলের উপর যে
চাঁদের ছায়া পড়ে,
তাও থাকে
হঠাৎ মিলিয়ে যাবার জন্যই।
চলে না গেলে বোধ হয়
কোনো ভাবেই আর
থেকে যাওয়া যায় না।
আবার আলো জ্বলে
আলো আঁধারি ফিরে আসে।
সরে যাওয়া চাঁদ
আবার দেখা দেয়।
ফিরে না আসলে বোধ হয়
চলে যাওয়াটাও সম্পূর্ণ হয় না।
এই আলো আঁধারি
আর জলের ছায়ায়
তুমি, আমি আর আমরা
কতটা অবাক হয়ে দেখি -
যেভাবেই চলে যাই
আর যেভাবেই ফিরে আসি,
পূর্ণতা নিয়ে জীবন ঠিকই দাঁড়িয়ে থাকে।
মনে রাখি এই সব, ভুলে যাবারই জন্য।
আবার ভুলে যাই এই সব, মনে পড়ারই জন্য।
পূর্ণতা নিয়ে তবু জীবন ঠিকই দাঁড়িয়ে থাকে।
(ইংল্যান্ড, ২০১৬)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বাবুল বাদশা ০৪/১২/২০১৬সুন্দর হইছে
-
মানসূর আহমাদ ০৩/১২/২০১৬ছন্দপতন রোধ করতে হবে। তাহলে আরো এক লাফ দেবে!
-
পরশ ১৯/১১/২০১৬চমতকার
-
সোলাইমান ১৯/১১/২০১৬বেশ.......
-
রাবেয়া মৌসুমী ১৯/১১/২০১৬আরো একটু..
-
নাইম আহম্মেদ ১৮/১১/২০১৬কিছু হয়তো প্রয়োজন..!
-
অঙ্কুর মজুমদার ১৮/১১/২০১৬vlo..
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১১/২০১৬ভাববস্তু আরও সংগঠিত হলে ভালো হতো।