গোল্লায় যাক
অর্থের কথা যত্রতত্র,
অনেকে বলে উন্নয়নের মূলমন্ত্র।
কোথা হতে আসবে টাকা,
অনেকে বলে গরীবের পকেট ফাঁকা।
ক্ষমতালোভী সাধুর মুখে গণতন্ত্র,
লোকের অধিকার, ক্ষমতা ভোটযন্ত্র।
ক্ষমতা লিপ্সু সাধু রাতের অন্ধকারে,
পালিত সন্তানের দ্বারা ভোট দেয় চমৎকারে।
সাধুর মুখে হাস্যরস ন্যায়ের কথা,
দেশ জুড়ে সাধুর শোষকেরা যথাতথা।
অধিকার খাবি খায় অক্সিজেনের অভাবে,
জনতা আধমরা, অভিশপ্ত তাদের স্বভাবে।
দেশ জুড়ে সত্য বলা সত্যে কান মহাপাপ
আর তোষামোদি, তেলবাজিই উন্নয়নের মহাধাপ।
অনেকে বলে উন্নয়নের মূলমন্ত্র।
কোথা হতে আসবে টাকা,
অনেকে বলে গরীবের পকেট ফাঁকা।
ক্ষমতালোভী সাধুর মুখে গণতন্ত্র,
লোকের অধিকার, ক্ষমতা ভোটযন্ত্র।
ক্ষমতা লিপ্সু সাধু রাতের অন্ধকারে,
পালিত সন্তানের দ্বারা ভোট দেয় চমৎকারে।
সাধুর মুখে হাস্যরস ন্যায়ের কথা,
দেশ জুড়ে সাধুর শোষকেরা যথাতথা।
অধিকার খাবি খায় অক্সিজেনের অভাবে,
জনতা আধমরা, অভিশপ্ত তাদের স্বভাবে।
দেশ জুড়ে সত্য বলা সত্যে কান মহাপাপ
আর তোষামোদি, তেলবাজিই উন্নয়নের মহাধাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৩/১১/২০২০বেশ হয়েছে
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০অনুভবে চমৎকার
-
ফয়জুল মহী ০২/১১/২০২০প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী
-
হাজেরা কোরেশী অপি ০২/১১/২০২০চিরাচরিত সত্যকে আপনার কবিতায় সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন। এক কথায় চমৎকার। ভালো থাকেন কবি চিরন্তন।