www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্বাণ

(১)
শব্দের অস্পষ্টতায় তন্ময় আমি
বিক্ষিপ্ত চিন্তা ক্রমশ হারিয়ে যাচ্ছে
দুর্বোধ্য গণিতের ক্লাসে বসে ছায়ার
দূরত্বে চুম্বন করছি তোমার
পৃষ্ঠদেশ, কানের লতি, চিবুক।
ক্রমশ কামনার উত্তপ্ত ভাব
জরাগ্রস্ত বৃদ্ধের মত, জ্বরে
আক্রান্ত; একি
শুধুই কামনার কাঁপন, নাকি
ভলতেরীয় প্রেমিকের ধ্রুমজাল।


(২)
"নীলোৎপলসমগন্ধ যস্যাঃ ক্রোশাৎ প্রবায়তি
যা বিভর্তি পরং রূপং যস্যা নাস্ত্যুপমা ভুবি
দেবদানবযক্ষাণামীপ্সিতাং দেবরূপিণীম"


দূরে ভাঙা ট্রলারের থেকে মাঝির অস্পষ্ট
গানের সুরে, আনমনা তোমার মনে সুরের
দোলা দেবে, তখন কি একটু উদাস হয়ে
গুনগুনিয়ে উঠবে না? তখন কি একটী
বারও আমায় মনে পড়বে না? শুধুই
করুণা ভরে আমার স্মৃতি মনে পড়বে???


(৩)
আমার কবিতা গুলো নির্বাপিত।
লাল দালানের ছায়ায় রেখে যায়
তার শেষ চরণ গুলো। কাক আর ক্ষুদে
পঙ্গপাল আছড়ে পড়ে দালানের দেয়ালে।
কৈশোর হাতছানি দেয়, ছানি পড়া
রক্তিম আর বিছানা ভেজা স্বপ্নে।
রোদ্দুর চুম্বন করে শুষে নেয় পাপ সব
গণিকার মত আমার শয়ন অঙ্কে।


আমার কবিতাগুলো নির্বাপিত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast