স্বপ্ন ডাঙার পাখি
স্বপ্ন ডাঙার পাখি, তুমি আর স্বপ্নের রাজ্যে
উড়ো নাকো। স্বপ্নপুরীর দৈত্যদের যে
জেগে ওঠার সময় হলো। তারা বুঝবে না
তোমার ব্যথিত হৃদয়ের কান্না-
কখনো খুঁজতে যাবে না তোমার
স্বপ্নালু চোখের তারায়
সেই পথ।
ওরা শুধু তোমার শরীরে
মাংসের গন্ধ খোঁজে।
তোমার পাখা ঝাপটিয়ে উড়ে যাওয়া।
উড়ো নাকো। স্বপ্নপুরীর দৈত্যদের যে
জেগে ওঠার সময় হলো। তারা বুঝবে না
তোমার ব্যথিত হৃদয়ের কান্না-
কখনো খুঁজতে যাবে না তোমার
স্বপ্নালু চোখের তারায়
সেই পথ।
ওরা শুধু তোমার শরীরে
মাংসের গন্ধ খোঁজে।
তোমার পাখা ঝাপটিয়ে উড়ে যাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০২/০৯/২০২১ভালো
-
আলমগীর সরকার লিটন ৩১/০৮/২০২১খুব সুন্দর
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২১নিখুঁত সৃষ্টি, অপার মুগ্ধতা ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৮/২০২১Excellent poem. Thanks
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৮/২০২১সুন্দর লিখেছেন।