শব
ক্লান্ত। চৈত্রের দুপুরের ভাপসা
গরমে মাথায় শবাধার নিয়ে যাচ্ছে
রৌদ্র। আমার ভালোবাসার শব।
পৃথিবী করেছে আয়োজন আরেকটি শেষকৃত্য।
কালের আদিগন্ত নগ্ন পদধ্বনি কি এক
অশালীন সুর তুলে কাঁপিয়ে তুলেছে শহরের
রাজপথ, তন্ময় হচ্ছো তুমি।
শশ্মানের মতো ধান ক্ষেতে পুড়ছে শব
ধানের চারার পুড়ে যাওয়া লাল পাতায়
ভাঙা বাদ্যের মতো করে কান্না
ঠিকরে বেরিয়ে আসছে মাটির ফাটল হতে।
দুপুরের ঘোলা
জলে লাফিয়ে পড়ছে নাঙ্গা কিশোর।
ক্লান্ত।
গরমে মাথায় শবাধার নিয়ে যাচ্ছে
রৌদ্র। আমার ভালোবাসার শব।
পৃথিবী করেছে আয়োজন আরেকটি শেষকৃত্য।
কালের আদিগন্ত নগ্ন পদধ্বনি কি এক
অশালীন সুর তুলে কাঁপিয়ে তুলেছে শহরের
রাজপথ, তন্ময় হচ্ছো তুমি।
শশ্মানের মতো ধান ক্ষেতে পুড়ছে শব
ধানের চারার পুড়ে যাওয়া লাল পাতায়
ভাঙা বাদ্যের মতো করে কান্না
ঠিকরে বেরিয়ে আসছে মাটির ফাটল হতে।
দুপুরের ঘোলা
জলে লাফিয়ে পড়ছে নাঙ্গা কিশোর।
ক্লান্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ২৫/০৭/২০২১সত্যি!এই অতিমারী আমাদের অনেক কিছু উপহার যেমন দিয়েছে বেদনা ও কম কিছু দেয় নি। সুন্দর উপস্হাপন।শুভেচ্ছা সতত।
-
কে. পাল ২৫/০৭/২০২১Valo
-
ফয়জুল মহী ২৫/০৭/২০২১অনিন্দ্য সুন্দর রচনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৭/২০২১Fantastic !