বেওড়া ছিপ
ছিপে বাঁধা মৎস্য কুমারী
তোমার ব্যথায় কাম জাগে
সমুদ্র দেবতার। বীভৎস দাঁত
বের করে বিজয় উল্লাসে ফেটে পড়ছে
ডাঙার দানব গুলো।
কাম তাড়নায় অস্থির হয়ে
আছে তোমার প্রণয়ী। বেওড়া ছিপ।
আজও দেখি পৃথিবীতে আলো কাটে
সমুদ্রের গভীর অন্ধকারে। ভয়াল হিংস্র
থাবা গ্রাস করে নিচ্ছে জগতের সমস্ত
সৌন্দর্য - আঁধার। রাতের তারার মাঝেও
দানবীয় আলো জ্ব্বলে।
তোমার ব্যথায় কাম জাগে
সমুদ্র দেবতার। বীভৎস দাঁত
বের করে বিজয় উল্লাসে ফেটে পড়ছে
ডাঙার দানব গুলো।
কাম তাড়নায় অস্থির হয়ে
আছে তোমার প্রণয়ী। বেওড়া ছিপ।
আজও দেখি পৃথিবীতে আলো কাটে
সমুদ্রের গভীর অন্ধকারে। ভয়াল হিংস্র
থাবা গ্রাস করে নিচ্ছে জগতের সমস্ত
সৌন্দর্য - আঁধার। রাতের তারার মাঝেও
দানবীয় আলো জ্ব্বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৩/০৭/২০২১Excellent