www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সার্ত্রের কোট

সার্ত্রের কোট গায়ে চাপিয়ে দুর্বার ছুটছি
শাহবাগ বাংলামটর শান্তিনগর মৌচাক
শহীদ মিনার চত্বরে জীবনের অর্থ খুঁজে
ফেরার চেষ্টায় একদল রোদে পোড়া
বুভুক্ষু তরুণ জড়ো হয়েছে, তাদের দৃপ্ত
প্রতিবাদী মুঠোস্বরে সুন্দর আগুনের ফুল
হয়ে ধরা দেয়। পাবলিক লাইব্রেরি চত্বরে
সরকারি আমলা হবার নেশায় বুঁদ হয়ে আছে
দেশের সম্ভাব্য সব কবি দার্শনিক
শিল্পী উদ্যোক্তা বিজ্ঞানী রাজনীতিবিদ
স্বপ্ন সুন্দর এখানে মৃত
ঝরে পড়ে আছে চারুকলার পুকুর পাড়ে।


বাংলা একাডেমি প্রাঙ্গণে পোড় খাওয়া
সিগারেটের তেতো বিস্বাদ ঢুঁকরে উঠলো।


"কেমন আছো? এখনো দেখছি পাগলামো
ছাড়োনি?!" কৃত্রিম সুগন্ধে বমি উগলে
উঠলো, আভিজাতিক ছেনালি হাসি
ভয় পাইয়ে দিলো। মুখ থেকে
শব্দ আলো হয়ে বেরতো, এক
চাহনিতে জন্ম দিতো হাজার স্বপ্ন
কবিতা, সুন্দর; হাত ধরে স্বপ্ন
দেখেছি জীবনকে সমাজকে বদলে দেবার।


"জানো তো আজকাল
আর তেমন কেউ পড়ে না, পাগল ছাড়া
জীবনের কথা এদিকে কেউ বলে না।"
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast