মুক্তাভিধান
খুব লিখতে মন চায়, সমস্ত খাতায়
শব্দের ফুল পপকর্নের মত ফুটে উঠুক
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাক সুঘ্রাণ
কিন্তু শব্দগুলো কেমন যেনো হারিয়ে যাচ্ছে
পাতা থেকে । প্রতিটি শব্দই যেন তার সর্বস্ব খুইয়ে
রিক্ত, নিঃস্ব। সমস্ত অভিধান ঘেঁটেও
লিখবার মত শব্দ পাই না। বিখ্যাত সব পন্ডিতের ব্যবহৃত শব্দগুলো জীর্ণ, সুধীন্দ্রনাথের কবিতার মত দুর্বোধ্য।
আরেকটা আন্দোলন দরকার। আর একটা বিপ্লব-শব্দের বিপ্লব।
এই শব্দান্দোলনের অভিধান
কেউ আর আইন করে বন্ধ করতে পারবে না। প্রতিটি শব্দ
তখন পবিত্র গ্রন্থগুলোর মতই হবে
শ্রদ্ধাস্পদ। সংসদে পাশ হবে
"প্রতিটি শব্দই জনগণের ব্যক্তিগত, নিজস্ব;
যাহা শৃঙ্খলিত করা অসাংবিধানিক।"
শব্দের ফুল পপকর্নের মত ফুটে উঠুক
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাক সুঘ্রাণ
কিন্তু শব্দগুলো কেমন যেনো হারিয়ে যাচ্ছে
পাতা থেকে । প্রতিটি শব্দই যেন তার সর্বস্ব খুইয়ে
রিক্ত, নিঃস্ব। সমস্ত অভিধান ঘেঁটেও
লিখবার মত শব্দ পাই না। বিখ্যাত সব পন্ডিতের ব্যবহৃত শব্দগুলো জীর্ণ, সুধীন্দ্রনাথের কবিতার মত দুর্বোধ্য।
আরেকটা আন্দোলন দরকার। আর একটা বিপ্লব-শব্দের বিপ্লব।
এই শব্দান্দোলনের অভিধান
কেউ আর আইন করে বন্ধ করতে পারবে না। প্রতিটি শব্দ
তখন পবিত্র গ্রন্থগুলোর মতই হবে
শ্রদ্ধাস্পদ। সংসদে পাশ হবে
"প্রতিটি শব্দই জনগণের ব্যক্তিগত, নিজস্ব;
যাহা শৃঙ্খলিত করা অসাংবিধানিক।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।