তোমার আশায় দিকবিদিক
যদি আলো নিভে যায় নিশি রাতে আমি একা
তোমায় ভেবে ভেবে দিশে হারা আর সবই যেন ফাঁকা;
যদি ঘুমের ঘোরে ভোর ভেবে শান্ত মনে চল নিরবিলি
তবে জীবনের পরতে দেখবে তুমি সবই যেন গুড়েবালি
স্বপ্নকে যদি মিশে বাস্তবতার সাথে কর একাকার
দেখবে সবই যেন নিয়তির আধার।
পাথর হতে চাইনা আমি শুধু চাই প্রিয়া তোমার হাতের ছোঁয়া
গন্তব্যহীন এ পৃথিবীতে কেবলই সব মায়া
ভালবাসার কঠিন ডোরে যাকে বাধিতে চাই
কাব্য সুধা বলে প্রেম বলে কিছুই যে নাই
তবুও পথের বাকেঁ অামি এক অচেনা পথিক
চারিদিকে চলছি আজও তোমার আশায় দিকবিদিক।
তোমায় ভেবে ভেবে দিশে হারা আর সবই যেন ফাঁকা;
যদি ঘুমের ঘোরে ভোর ভেবে শান্ত মনে চল নিরবিলি
তবে জীবনের পরতে দেখবে তুমি সবই যেন গুড়েবালি
স্বপ্নকে যদি মিশে বাস্তবতার সাথে কর একাকার
দেখবে সবই যেন নিয়তির আধার।
পাথর হতে চাইনা আমি শুধু চাই প্রিয়া তোমার হাতের ছোঁয়া
গন্তব্যহীন এ পৃথিবীতে কেবলই সব মায়া
ভালবাসার কঠিন ডোরে যাকে বাধিতে চাই
কাব্য সুধা বলে প্রেম বলে কিছুই যে নাই
তবুও পথের বাকেঁ অামি এক অচেনা পথিক
চারিদিকে চলছি আজও তোমার আশায় দিকবিদিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৬/০৮/২০১৫আপনাকে ধন্যবাদ কবি।
-
মোবারক হোসেন ২৬/০৮/২০১৫মুগদ্ধ হলাম।ধন্যবাদ।
-
মনিরুজ্জামান শুভ্র ২৫/০৮/২০১৫বেশ ভাল লাগলো ।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৫/০৮/২০১৫ভালো লেখা।
-
শাহাদাত হোসেন রাতুল ২৫/০৮/২০১৫valo lagle besh