সে ভালবাসা চাই আবার
যদি ভাবনায় আস তুমি শেষ বিকেলের আভায়
অন্ধকারের মাঝে আমি খুঁজে নিব মনের জানালায়
প্রেম জানিনা প্রেম বুঝিনা শুধু তোমায় চিনি
তুমি আমার স্বপ্ন প্রিয়া আমি স্বপ্ন বলে মানি।
যে ছিলে তুমি মনের জানালা হয়ে হৃদয়ের মোহনায়
সে আজ তুম অন্যের ঘরে আলো হয়ে আছ কাহার আশায়;
কৃষ্ণচূড়ার লাল ফুলের মাঝে কি যেন এক ভাললাগা
মনের মাঝে বাসা বাঁধে এক স্বপ্ন আকাঁ
চাইনা হারাতে তোমা্য় চাইনা পেতেও
শুধু চিরকাল মোরে ভালবাসা দিও।
আষাঢ়ে বৃষ্টি যেমন চারিদিকে পানি থৈথৈ
আবার ভালবাসা জাগায় দেখ লাল গোলাপ ঐ
যে ভালবাসা আমার টেনে নিয়ে গেল অনেক দূরে
সে ভালবাসাকে চাই আমি জীবন ভরে।
অন্ধকারের মাঝে আমি খুঁজে নিব মনের জানালায়
প্রেম জানিনা প্রেম বুঝিনা শুধু তোমায় চিনি
তুমি আমার স্বপ্ন প্রিয়া আমি স্বপ্ন বলে মানি।
যে ছিলে তুমি মনের জানালা হয়ে হৃদয়ের মোহনায়
সে আজ তুম অন্যের ঘরে আলো হয়ে আছ কাহার আশায়;
কৃষ্ণচূড়ার লাল ফুলের মাঝে কি যেন এক ভাললাগা
মনের মাঝে বাসা বাঁধে এক স্বপ্ন আকাঁ
চাইনা হারাতে তোমা্য় চাইনা পেতেও
শুধু চিরকাল মোরে ভালবাসা দিও।
আষাঢ়ে বৃষ্টি যেমন চারিদিকে পানি থৈথৈ
আবার ভালবাসা জাগায় দেখ লাল গোলাপ ঐ
যে ভালবাসা আমার টেনে নিয়ে গেল অনেক দূরে
সে ভালবাসাকে চাই আমি জীবন ভরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ৩০/০৮/২০১৫বেশ
-
সজিব ২৯/০৮/২০১৫থিক
-
মোকসেদুল ইসলাম ২৬/০৮/২০১৫চমৎকার
-
নাবিক ২৫/০৮/২০১৫দারুণ
-
শাহাদাত হোসেন রাতুল ২৫/০৮/২০১৫besh Valo likhecn kobi bondhu
-
আবুল হাসান ২৪/০৮/২০১৫ভালো লাগলো।
তবে আমার কবিতা গুলো প্রোকাস করছে না কেন?
আমার কবিতা না প্রোকাস করায় আমি ভালো নেই।