অগোছালো জীবন
হারাতে চাইনা তোমায় লুকাতে চাই হৃদয়ের মোহনায়
হারাতে চাইনা আমি আমার প্রিয় লাল গোলাপ
হারাতে চাই না তোমায় ভেবোনা পাগলের প্রলাপ।
সেই চাঁদমাখা রাত্রি দূর্বাদলে শিশিরভেজা
আমার দুঃখে তুমি পাও এ কেমন মজা
তোমায় হারালে আমি হব বৈরাগী
এখনও তোমার স্বপ্নে বিভোর বিবাগী
যে রয়েছে মোর হৃদয়ের আলপনায়
যে কাদেঁ আমার দুঃখের মায়ায়
এই সাদা মন প্রেমের বাহন তাকেই পেতে চায়।
যে আছে প্রাণে কেবল সে ই জানে
তবুও প্রেম আসে বারবার এ অগোছালো জীবনে।
হারাতে চাইনা আমি আমার প্রিয় লাল গোলাপ
হারাতে চাই না তোমায় ভেবোনা পাগলের প্রলাপ।
সেই চাঁদমাখা রাত্রি দূর্বাদলে শিশিরভেজা
আমার দুঃখে তুমি পাও এ কেমন মজা
তোমায় হারালে আমি হব বৈরাগী
এখনও তোমার স্বপ্নে বিভোর বিবাগী
যে রয়েছে মোর হৃদয়ের আলপনায়
যে কাদেঁ আমার দুঃখের মায়ায়
এই সাদা মন প্রেমের বাহন তাকেই পেতে চায়।
যে আছে প্রাণে কেবল সে ই জানে
তবুও প্রেম আসে বারবার এ অগোছালো জীবনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২৩/০৮/২০১৫বেশ ভাল ।।
-
দ্বীপ সরকার ২২/০৮/২০১৫বাহ!
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৮/২০১৫ভাল লাগা নিরন্তন ।।