ভালবাসি হাজার রাত্রি
হাজার রাত্রি তুমি কেমন আছ?
জীবনের সব আলো তোমার কাছে নিভে গেলো,
রাত্রি আমার অনেক প্রিয় রাত্রিকে বেশ বাসি ভালো
রাতের মাঝেই খুজেঁ পাই জীবনের যত আলো।
জীবন প্রদীপ নিভে গেলে থাকে শুধু অন্ধকার
আলো চাই না আধাঁরই আমার দরকার।
রাতের প্রকৃতি নিথর নিরব রাতের জ্যোৎসনা বেশ
কি যেন জাগে হৃদয়ে অন্য রকম আবেশ।
সে যে তুমি আমার আধাঁর চিরদিনেরই এক প্রিয়া
মনের মাঝে গাহিয়া উঠে এ কোন প্রেম হিয়া
জানালার পাশে তোমার বসতি থাক মোর মনমাঝে
শত দূরে তুমি আসনা ফিরে আমার এক নববধূ সাজে।
চাই যে তোমায় প্রিয় হাজার রাত্রি চাই মন প্রানে
তুমিই হবে আমার চিরদিনের এই মন বেশ জানে।
বলো তুমি রাতের ঘুটঘুটে আধার
কেন তোমায় মনে পড়ে বারবার?
জীবনের সব আলো তোমার কাছে নিভে গেলো,
রাত্রি আমার অনেক প্রিয় রাত্রিকে বেশ বাসি ভালো
রাতের মাঝেই খুজেঁ পাই জীবনের যত আলো।
জীবন প্রদীপ নিভে গেলে থাকে শুধু অন্ধকার
আলো চাই না আধাঁরই আমার দরকার।
রাতের প্রকৃতি নিথর নিরব রাতের জ্যোৎসনা বেশ
কি যেন জাগে হৃদয়ে অন্য রকম আবেশ।
সে যে তুমি আমার আধাঁর চিরদিনেরই এক প্রিয়া
মনের মাঝে গাহিয়া উঠে এ কোন প্রেম হিয়া
জানালার পাশে তোমার বসতি থাক মোর মনমাঝে
শত দূরে তুমি আসনা ফিরে আমার এক নববধূ সাজে।
চাই যে তোমায় প্রিয় হাজার রাত্রি চাই মন প্রানে
তুমিই হবে আমার চিরদিনের এই মন বেশ জানে।
বলো তুমি রাতের ঘুটঘুটে আধার
কেন তোমায় মনে পড়ে বারবার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ২৫/০৮/২০১৫ভাল লাগল কবিতা।
-
রুহুল আমীন রৌদ্র. ২২/০৮/২০১৫অপূর্ব রুমান্টিক প্রেমময়ী কবিতা।
-
হিরণ্য হারুন ২১/০৮/২০১৫সুন্দর
-
শাহাদাত হোসেন রাতুল ২০/০৮/২০১৫ভাল লিখেছেন ।।