যে আশা ফিরবেনা কোনদিন
আগামীর পথে আমি নেশায় বিভোর এক জাগরিত প্রেমিক
তোমার উচ্ছল প্রেমের নেশায় জাগ্রত প্রতিক্ষন
পথ হারিয়ে যে আজ ভেসে বেড়ায় চারদিগন্তে।
স্বপ্নের আধারে মিশে যাওয়া মন
ফেরারী পথিকের মত শুধুই চলা অনিমেশ
প্রচন্ড বেগে চলা দুরন্ত ট্রেন
সব আবেগ পিছনে ফেলে সামনে এগিয়ে চলা
যেন শতাব্দীর কোন এক উন্মুক্ত ময়দানে দাড়িঁয়ে আমি একলা
তোমার আশায় বেচেঁ থাকা এক প্রাণহীন দেহ।
একান্ত ছুটে চলার লগ্ন
তোমার দিকেই ধাবিত হচ্ছি যত
ততই যেন মরিচীকা মনে হচ্ছে জীবনের আশার ক্ষত;
তবুও বেচেঁ থাকা প্রতিদিন প্রতিক্ষন
বেচেঁ থাকা তোমার আশায়
নদী তীর,বালু চর, প্রচন্ড বেগে আসা সাগরের ঢেউ
আমাকে স্বপ্ন দেখায়-তুমি আসবে বলে।
অথচ যে তুমি মিশে গেলে নরম মাটির পরে
যে তুমি হারালে ভোরের কুয়াশার চাদরে
যে তুমি ঘুটঘুট অন্ধকারে মিশে গেলে
আলো হয়ে আসবে বলে
সে তুমি আসবে ফিরে কিভাবে বলো?
তবু প্রানান্ত মনে তোমারই আশায় বেচেঁ থাকা
তোমার ভালবাসা নিয়ে পথ চলা
তবুও তোমার স্বপ্ন বুকে নিয়ে আগামীর পথ চলা
কেবলই বুকে জেগে থাকে স্বপ্নীল মোহনা।
তোমার উচ্ছল প্রেমের নেশায় জাগ্রত প্রতিক্ষন
পথ হারিয়ে যে আজ ভেসে বেড়ায় চারদিগন্তে।
স্বপ্নের আধারে মিশে যাওয়া মন
ফেরারী পথিকের মত শুধুই চলা অনিমেশ
প্রচন্ড বেগে চলা দুরন্ত ট্রেন
সব আবেগ পিছনে ফেলে সামনে এগিয়ে চলা
যেন শতাব্দীর কোন এক উন্মুক্ত ময়দানে দাড়িঁয়ে আমি একলা
তোমার আশায় বেচেঁ থাকা এক প্রাণহীন দেহ।
একান্ত ছুটে চলার লগ্ন
তোমার দিকেই ধাবিত হচ্ছি যত
ততই যেন মরিচীকা মনে হচ্ছে জীবনের আশার ক্ষত;
তবুও বেচেঁ থাকা প্রতিদিন প্রতিক্ষন
বেচেঁ থাকা তোমার আশায়
নদী তীর,বালু চর, প্রচন্ড বেগে আসা সাগরের ঢেউ
আমাকে স্বপ্ন দেখায়-তুমি আসবে বলে।
অথচ যে তুমি মিশে গেলে নরম মাটির পরে
যে তুমি হারালে ভোরের কুয়াশার চাদরে
যে তুমি ঘুটঘুট অন্ধকারে মিশে গেলে
আলো হয়ে আসবে বলে
সে তুমি আসবে ফিরে কিভাবে বলো?
তবু প্রানান্ত মনে তোমারই আশায় বেচেঁ থাকা
তোমার ভালবাসা নিয়ে পথ চলা
তবুও তোমার স্বপ্ন বুকে নিয়ে আগামীর পথ চলা
কেবলই বুকে জেগে থাকে স্বপ্নীল মোহনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ০৬/০৯/২০১৫সেম আমার জীবন
-
নাজমুল আহসান ১৯/০৮/২০১৫মুগ্ধ
-
মোবারক হোসেন ১৯/০৮/২০১৫ভাল লাগলো পড়ে।ধন্যবাদ।
-
দ্বীপ সরকার ১৯/০৮/২০১৫ভালো লাগলো।
-
কিশোর কারুণিক ১৯/০৮/২০১৫সুন্দর