ফেলে আসা সে সময় এবং আগামী দিনগুলি
যে সোনালী মুখগুলো দেখছিলাম ভার্সিটির ক্যাম্পাসে
আজ সে মুথ গুলো যেন একটু ভারভার।
অনেকের সাথ দেখা হয়না বহুদিন
ইন্টারনেটে,ফেসবুকে যাদের সরগম নিত্যদিন
যাদেরকে দেখলে চিনতে হয়না ভূল
তবুও মাঝে মাঝে খটকা লাগেে
একি সেই..................................
মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে হয়ে যাই দিশেহারা
জীবন চলছে জীবনের মতই।
এভাবে চলতে চলতে একদিন হয়তো থমকে যাবে জীবন
মাঝখানে পরে রবে কেবল কিছু স্মৃতি;
সময়ের স্রোতে এভাবে চলছি আমরা
কাজ আমাদের দেয়না অবসর
আজ মনে পরে সেই প্রিয় মুখগুলো
যাদের সাথে কেটেছে জীবনের অনেক গুলো মুহূর্ত।
জীবন চলছে সময়ের সাথে পাল্লা দিয়ে
অনাগত স্বপ্ন দিচ্ছে হাতছানি;
হে আগামী ,আর কত দেখাবে বিভোর স্বপ্ন
কি মরীচিকার আশায় চলছি মোরা...........
আমনিুল
15/08/15
আজ সে মুথ গুলো যেন একটু ভারভার।
অনেকের সাথ দেখা হয়না বহুদিন
ইন্টারনেটে,ফেসবুকে যাদের সরগম নিত্যদিন
যাদেরকে দেখলে চিনতে হয়না ভূল
তবুও মাঝে মাঝে খটকা লাগেে
একি সেই..................................
মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে হয়ে যাই দিশেহারা
জীবন চলছে জীবনের মতই।
এভাবে চলতে চলতে একদিন হয়তো থমকে যাবে জীবন
মাঝখানে পরে রবে কেবল কিছু স্মৃতি;
সময়ের স্রোতে এভাবে চলছি আমরা
কাজ আমাদের দেয়না অবসর
আজ মনে পরে সেই প্রিয় মুখগুলো
যাদের সাথে কেটেছে জীবনের অনেক গুলো মুহূর্ত।
জীবন চলছে সময়ের সাথে পাল্লা দিয়ে
অনাগত স্বপ্ন দিচ্ছে হাতছানি;
হে আগামী ,আর কত দেখাবে বিভোর স্বপ্ন
কি মরীচিকার আশায় চলছি মোরা...........
আমনিুল
15/08/15
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ০১/০৯/২০১৫ধন্যবাদ কবি।
-
সূর্য মুহাম্মাদ জান ৩১/০৮/২০১৫VALO
-
দ্বীপ সরকার ১৯/০৮/২০১৫খুব সুন্দর।
-
হিরণ্য হারুন ১৭/০৮/২০১৫বাহ! ভালো
-
সাইদুর রহমান ১৫/০৮/২০১৫খুব সুন্দর উপস্থাপনা।