www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আধাঁরে ঢেকেছে সব

আধাঁরে ঢেকেছে সব
দু,একটা ভাল মানুষের জায়গায় হাজার ভন্ড মানুষের কলরব।
আধাঁরে ঢেকেছে সততা,সারল্য ,নৈতিকতা
আধাঁরে ঢেকেছে নিরন্তর মানবতা;
ব্যাক্তিগত, পারিবারিক,সামাজিক জীবনে
আধাঁরেররা বেধেছে জোট সগোপনে।
টালমাটাল মোর ললাটে উঠবেনা কি নতুন সূর্যোদয়
আধাঁরের মাঝে সততা সর্বদা পিছু পা হয়।
তবু সততার জয় জয়কার
একদিন ঘুচবেই অমানিশার আধাঁর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast