আধাঁরে ঢেকেছে সব
আধাঁরে ঢেকেছে সব
দু,একটা ভাল মানুষের জায়গায় হাজার ভন্ড মানুষের কলরব।
আধাঁরে ঢেকেছে সততা,সারল্য ,নৈতিকতা
আধাঁরে ঢেকেছে নিরন্তর মানবতা;
ব্যাক্তিগত, পারিবারিক,সামাজিক জীবনে
আধাঁরেররা বেধেছে জোট সগোপনে।
টালমাটাল মোর ললাটে উঠবেনা কি নতুন সূর্যোদয়
আধাঁরের মাঝে সততা সর্বদা পিছু পা হয়।
তবু সততার জয় জয়কার
একদিন ঘুচবেই অমানিশার আধাঁর।
দু,একটা ভাল মানুষের জায়গায় হাজার ভন্ড মানুষের কলরব।
আধাঁরে ঢেকেছে সততা,সারল্য ,নৈতিকতা
আধাঁরে ঢেকেছে নিরন্তর মানবতা;
ব্যাক্তিগত, পারিবারিক,সামাজিক জীবনে
আধাঁরেররা বেধেছে জোট সগোপনে।
টালমাটাল মোর ললাটে উঠবেনা কি নতুন সূর্যোদয়
আধাঁরের মাঝে সততা সর্বদা পিছু পা হয়।
তবু সততার জয় জয়কার
একদিন ঘুচবেই অমানিশার আধাঁর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৪/০৮/২০১৫ধন্যবাদ কবি।
-
রুহুল আমীন রৌদ্র. ১৪/০৮/২০১৫অন্যণ্য কবিতা।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০৮/২০১৫অনেক ভাল লাগলো।
-
নাবিক ১৩/০৮/২০১৫খুউব ভালো লাগলো
-
সাইদুর রহমান ১৩/০৮/২০১৫চমৎকার উপস্থাপনা।
-
নাবিক ১৩/০৮/২০১৫চমতকার লাগলো
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫Sundor hoyeche...
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৩/০৮/২০১৫আপনাকে ধন্যবাদ
-
মোবারক হোসেন ১৩/০৮/২০১৫ভালোর প্রত্যাশা কল্যান বয়ে আনুক।ধন্যবাদ কবি।