অনাদিকালের অনন্ত প্রিয়া
ভোরের কুয়াশায় খুঁজে ফিরি যারে
তার বসবাস মনের ভিতরে
অনন্ত দিনে যার জন্য হৃদয়ে ব্যাথা লাগে
সে আজ বাস করে কোন গগনে?
মেঘকুন্ডলী রয়েছে ঘীরে এই মন মন্দিরে
পুঞ্জিভুত ভালবাসা শুধু তোমার তরে,
মায়ার আধারে কি যেন নীল ছায়া
হৃদয় মিনারে তোমার জন্য কত কি যে মায়া।
অজানা বাধনে জড়িয়েছি তোমার সনে
নিত্যদিনে তুমি রয়েছ মোর এই সাদা মনে
সদা চঞ্চল বিহঙ্গে গানে মনে আশার বাণী
তোমাকেই আমার অনাদিকালের অনন্ত প্রিয়া বলে মানি।
সুখের সাগরে চাইনা আমি হতে ভাসমান
তুমিই আমার অতি আপনজন আমার ভালবাসার আসমান,
শতদিনের কান্নার বাতাসে চাইনা হতে আলোয়ান
তোমারই প্রেমে আজ আমি মহিয়ান।
তার বসবাস মনের ভিতরে
অনন্ত দিনে যার জন্য হৃদয়ে ব্যাথা লাগে
সে আজ বাস করে কোন গগনে?
মেঘকুন্ডলী রয়েছে ঘীরে এই মন মন্দিরে
পুঞ্জিভুত ভালবাসা শুধু তোমার তরে,
মায়ার আধারে কি যেন নীল ছায়া
হৃদয় মিনারে তোমার জন্য কত কি যে মায়া।
অজানা বাধনে জড়িয়েছি তোমার সনে
নিত্যদিনে তুমি রয়েছ মোর এই সাদা মনে
সদা চঞ্চল বিহঙ্গে গানে মনে আশার বাণী
তোমাকেই আমার অনাদিকালের অনন্ত প্রিয়া বলে মানি।
সুখের সাগরে চাইনা আমি হতে ভাসমান
তুমিই আমার অতি আপনজন আমার ভালবাসার আসমান,
শতদিনের কান্নার বাতাসে চাইনা হতে আলোয়ান
তোমারই প্রেমে আজ আমি মহিয়ান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৩/০৮/২০১৫শুভেচ্ছা কবি
-
নাবিক ১২/০৮/২০১৫"তোমারই প্রেমে আজ আমি মহিয়ান" দারণ লাগলো।
-
আসগার এইচ পারভেজ ০৯/০৮/২০১৫চমত্কার কবিতা...।
-
কিশোর কারুণিক ০৮/০৮/২০১৫বেশ বেশ
-
মোঃ নাজমুল হাসান ০৮/০৮/২০১৫চমৎকার। শুভেচ্ছা রইলো কবি।