বলা না বলা কথাগুলি
স্বপ্ন,বাস্তবতা,চাহিদা আকাংখা আর নিজেকে সময় দেয়া
সব যেন এলোমেলো হয়ে যায়
কোনটা ছেড়ে কোনটা ধরব?
বিনিদ্র রজনী,দূর থেকে ভেসে আসা অচেনা শব্দ
কান্নার অবিরল ধারা সবকিছু কেমন যেন করে দেয়।
কিছু স্মৃতি কিছু বিস্মৃতি তোমার নির্মিলীত দুচোখ
আমাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে যায়।
কিছু কষ্ট কিছু সুখ স্মৃতি মাঝে মাঝে মনের ভিতর তোলপার করে দেয়
যেন শতাব্দীর কোন বটমূলে নিরিবচ্ছিন্ন আঘাত করে যাওয়া।
পাল তোলা নৈাকাগুলি ঠাঁয় দাড়িঁয়ে রয়েছে ছবির পাতায়,
মুক্তিযুদ্ধের নানা ঘটনাবলী আজও আমরা দেখেত পাই সিনেমায়,গল্পে,কবিতায় উপন্যাসে অার স্থীর ছবিতে;
আমার কাছে সব অতীত গুলোকে পাংশে মনে হয়
শুধু মুক্তিযুদ্ধের কথা মনে হলে গা কেমন যেন শিহিরত হয়ে উঠে,
হৃদয়ে ভেসে উঠে মহান সেই নেতাদের কথা
যাদের স্বপ্নের ফসল আমাদের আজকের এই বাংলােদশ।
আর তোমার একান্ত দুটি চোখ আমাকে স্বপ্ন দেখায়
বেচেঁ থাকার অনুপ্রেরনা দেয় মুক্তি যুদ্ধের মত।
আমার মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর সব বিখ্যাত বই গুলি
এক নিমিষে পড়ে ফেলি,
মন চায় পৃথিবীর সব সময়গুলি একত্র করে তোমাতে জড়ো করি
মন চায় গভীর রাত্রিতে একা একা আনমনে এই ধরনীর রুপ রস গন্ধ অনুভব করি।
সষ্ট্রার অশেষ কৃপায় বেচেঁ আছি আমি
মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে
সষ্ট্রার ধ্যানে মগ্ন হই
কিন্তু বাস্তবতা আমাকে দেয়না অবসর
সময়মত সষ্ট্রােকে স্মরণ করতে পারিনা,
তাই ক্ষমা চাই হে প্রভু,মাফ করে দাও আমায়।
একটানা বর্ষনে চারিদিকে অবিরল জলধারা
ঘুমোটে প্রকৃতি আর সবুজ গ্রাম কেমন যেন মায়াবী আলয়
এমন সাঝের মায়ায় হৃদয় মাঝে শুধুই প্রেম বয়ে যায়।
সব যেন এলোমেলো হয়ে যায়
কোনটা ছেড়ে কোনটা ধরব?
বিনিদ্র রজনী,দূর থেকে ভেসে আসা অচেনা শব্দ
কান্নার অবিরল ধারা সবকিছু কেমন যেন করে দেয়।
কিছু স্মৃতি কিছু বিস্মৃতি তোমার নির্মিলীত দুচোখ
আমাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে যায়।
কিছু কষ্ট কিছু সুখ স্মৃতি মাঝে মাঝে মনের ভিতর তোলপার করে দেয়
যেন শতাব্দীর কোন বটমূলে নিরিবচ্ছিন্ন আঘাত করে যাওয়া।
পাল তোলা নৈাকাগুলি ঠাঁয় দাড়িঁয়ে রয়েছে ছবির পাতায়,
মুক্তিযুদ্ধের নানা ঘটনাবলী আজও আমরা দেখেত পাই সিনেমায়,গল্পে,কবিতায় উপন্যাসে অার স্থীর ছবিতে;
আমার কাছে সব অতীত গুলোকে পাংশে মনে হয়
শুধু মুক্তিযুদ্ধের কথা মনে হলে গা কেমন যেন শিহিরত হয়ে উঠে,
হৃদয়ে ভেসে উঠে মহান সেই নেতাদের কথা
যাদের স্বপ্নের ফসল আমাদের আজকের এই বাংলােদশ।
আর তোমার একান্ত দুটি চোখ আমাকে স্বপ্ন দেখায়
বেচেঁ থাকার অনুপ্রেরনা দেয় মুক্তি যুদ্ধের মত।
আমার মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর সব বিখ্যাত বই গুলি
এক নিমিষে পড়ে ফেলি,
মন চায় পৃথিবীর সব সময়গুলি একত্র করে তোমাতে জড়ো করি
মন চায় গভীর রাত্রিতে একা একা আনমনে এই ধরনীর রুপ রস গন্ধ অনুভব করি।
সষ্ট্রার অশেষ কৃপায় বেচেঁ আছি আমি
মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে
সষ্ট্রার ধ্যানে মগ্ন হই
কিন্তু বাস্তবতা আমাকে দেয়না অবসর
সময়মত সষ্ট্রােকে স্মরণ করতে পারিনা,
তাই ক্ষমা চাই হে প্রভু,মাফ করে দাও আমায়।
একটানা বর্ষনে চারিদিকে অবিরল জলধারা
ঘুমোটে প্রকৃতি আর সবুজ গ্রাম কেমন যেন মায়াবী আলয়
এমন সাঝের মায়ায় হৃদয় মাঝে শুধুই প্রেম বয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৭/২০১৫চমৎকার...
-
T s J ২৮/০৭/২০১৫অপূর্ব,শুভেচ্ছা কবি
-
দ্বীপ সরকার ২৪/০৭/২০১৫দারুন কবিতা।