www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজন হত্যার বিচার চাই

এ কেমন নিষ্ঠুর আচরণ?
মানবিকতা আজ কোথায় গিয়ে ঠেকেছে
এই বর্বরতম রাজন হত্যার বিচার চাই
যে বিচারে রাজনের আত্মা শান্তি পাবে।
মায়ের বুকের তীব্র হাহাকারে পাবে হয়তো একটু আলোর দিশা
শান্তি পাব আমারা, যার জন্য রাজন হত্যার ভিডিওটি দেখার পর
সারা রাত ছটফট করেছি, ঘুমের ভিতরে দেখেছি অদ্ভুত যত স্বপ্ন।
আমি তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছি এই নরপশুদের বিচার চাই,
যারা খুনীদের পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের বিচার চাই,
শিশুরা স্বর্গে তাজা গোলাপ, তারা পাপ কি জানে না,চুরি কি জানে না
এ অপরাধের এমন শাস্তি হতে পারে?
আমি পৃথিবীর সকল কোমলমতি শিশুদের
সুরক্ষা চাই, তাদের অধিকার চাই বেঁচা থাকার
শিক্ষার নিশ্চিতা চাই,
শুধু রাজন নয়, এ রুপ অসংখ্য রাজনের উপর অত্যাচার চলছে প্রতিদিন,
এদেরক রক্ষা করা আমাদের দায়িত্ব
এক রাজন প্রাণ দিয়ে তা আমাদের কে বুঝিয়ে দিয়ে গেছে।

বিঃদ্রঃসিলেটের শিশু রাজন হত্যাকান্ডের অনেক দিন অতিবাহিত হয়েছে। ইদানিং আর কোন খোঁজ খবর পাচ্ছিনা। যত তাড়াতাড়ি এ হত্যাকান্ডের বিচার দেখতে না পাচ্ছি ততদিন শান্তি পাচ্ছিনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দ্বীপ সরকার ২৪/০৭/২০১৫
    সুন্দর।
  • সাইদুর রহমান ২৩/০৭/২০১৫
    খুব তাড়াতাড়ি বিচার হোক।
    আহা রাজন !
  • জহরলাল মজুমদার ২৩/০৭/২০১৫
    একমত
 
Quantcast