মোর প্রিয়া হয়ে থেকো হৃদয়ে
উদাসী হয়ে ভাবি তোমার যত ছবি
নীলিমার প্রান্তরে বসে আমি এক কবি
যেন প্রজাতির ডানায় করে যাচ্ছি উড়ে বহু দূরে
বরফ গলা নদী আর অরণ্য ঘেরা পাহাড়ে
যেন মরুভূমির পথ চলা তোমায় পাব বলে।
একটানা ঝড়বৃষ্টি কবলে পড়ে
তবুও ছুটছি আমি এই তোমার পানে,
তোমারই মুখ সাত সমুদ্দুর
তোমার অনাবিল হাসি যেন
নিলাভ আকাশ আর স্বচ্ছ মেঘের সারি;
তোমাকে ছুঁয়ে পেতে চাই অনন্ত ভালবাসা
অমৃত সুধাপানে নিশ্চিত অভিযানে
ভালবাসার ফেরীওয়ালা হয়ে ঘুরছি
তোমার পানে।
ব্যথা দাও দুঃখ দাও, দিও কষ্ট আরও
তবু তোমার তরে মিনতি আমার
আমার কথা তুমি স্মৃতির মাঝে রাখিও।
আমি এক দুরন্ত নাবিক, দুরন্তের আশায় চলছি নিরাবেক
আশায় আশায় যদি চলে যায় দিন
তোমার রুপের মোহ রবে বহমান
শতাব্দী হতে শতাব্দী কালে
মোর প্রিয়া হয়ে থেকো হৃদয়ে।
নীলিমার প্রান্তরে বসে আমি এক কবি
যেন প্রজাতির ডানায় করে যাচ্ছি উড়ে বহু দূরে
বরফ গলা নদী আর অরণ্য ঘেরা পাহাড়ে
যেন মরুভূমির পথ চলা তোমায় পাব বলে।
একটানা ঝড়বৃষ্টি কবলে পড়ে
তবুও ছুটছি আমি এই তোমার পানে,
তোমারই মুখ সাত সমুদ্দুর
তোমার অনাবিল হাসি যেন
নিলাভ আকাশ আর স্বচ্ছ মেঘের সারি;
তোমাকে ছুঁয়ে পেতে চাই অনন্ত ভালবাসা
অমৃত সুধাপানে নিশ্চিত অভিযানে
ভালবাসার ফেরীওয়ালা হয়ে ঘুরছি
তোমার পানে।
ব্যথা দাও দুঃখ দাও, দিও কষ্ট আরও
তবু তোমার তরে মিনতি আমার
আমার কথা তুমি স্মৃতির মাঝে রাখিও।
আমি এক দুরন্ত নাবিক, দুরন্তের আশায় চলছি নিরাবেক
আশায় আশায় যদি চলে যায় দিন
তোমার রুপের মোহ রবে বহমান
শতাব্দী হতে শতাব্দী কালে
মোর প্রিয়া হয়ে থেকো হৃদয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহরলাল মজুমদার ২৯/০৬/২০১৫হুম! ঠিকঠাক কবি
-
শাহাদাত হোসেন রাতুল ২৯/০৬/২০১৫ভাল লাগলো লেখা !!