প্রিয় ভালবাসা লি
তোমাকে যতবার চাই ভুলে যাব ভুলতে পারিনা
তোমাকে ছাড়া আমার অন্যকিছু মানায়না
ফুলের পাঁপড়িরা যেমন চারদিকে সৌরভ ছড়ায়
তেমনি আমার হৃদয় মাঝে আছ তুমি প্রেমের মোহনায়।
আদিগন্ত যতদূর দৃষ্টি যায় এই হাওড় পাড়ে
সব এলোমেলো হয়ে যায় শুধু তোমায় মনে পড়ে,
মনে পড়ে বারবার, শুধু মনে পড়ে বারবার তোমার অবারিত মুখ
আমার মনের অভ্যন্তরে তুমি আমার অনন্ত এক সুখ।
ভালবাসার বাতায়নে তুমি ভোরের পাখি
অনন্ত সৃষ্টির রহস্যে ঘেরা তোমার দুটি আখিঁ,
বাদলা দিনে তুমি আষাঢ়ের প্রথম কদম ফুল
তোমারই জন্য আমি হয়েছি দুরন্ত ,ব্যাকুল।
দিগন্ত পাড়ে দাড়িয়ে যতবার চাই ডাকিতে এ বিরিহত মুখ
ততবারই তুমি যেন হয়ে আস সুনির্মল সুখ,
তোমার কাননে ফুল ফোটেছিল শুধু আমারই তরে
আজ সেই ফুল কাহারে দিয়েছ তুমি থরে বিথরে।
তোমার দুরন্ত দুচোখের অনাবিল মায়া
সব হারিয়ে হলাম আমি অদৃশ্য কায়া
মন মাতানো সেৌরভ আর উৎসব আমেজে যখন চারিদিক মাতোয়ারা
তোমারই স্বপ্নে বিভোর হয়ে আমি এখন দিশেহারা
আমার প্রিয় ভালবাসা লি, তুমি আছ কোথায়
একবার এসে ধরা দাও আমারই মনের আঙ্গিনায়।
তোমাকে ছাড়া আমার অন্যকিছু মানায়না
ফুলের পাঁপড়িরা যেমন চারদিকে সৌরভ ছড়ায়
তেমনি আমার হৃদয় মাঝে আছ তুমি প্রেমের মোহনায়।
আদিগন্ত যতদূর দৃষ্টি যায় এই হাওড় পাড়ে
সব এলোমেলো হয়ে যায় শুধু তোমায় মনে পড়ে,
মনে পড়ে বারবার, শুধু মনে পড়ে বারবার তোমার অবারিত মুখ
আমার মনের অভ্যন্তরে তুমি আমার অনন্ত এক সুখ।
ভালবাসার বাতায়নে তুমি ভোরের পাখি
অনন্ত সৃষ্টির রহস্যে ঘেরা তোমার দুটি আখিঁ,
বাদলা দিনে তুমি আষাঢ়ের প্রথম কদম ফুল
তোমারই জন্য আমি হয়েছি দুরন্ত ,ব্যাকুল।
দিগন্ত পাড়ে দাড়িয়ে যতবার চাই ডাকিতে এ বিরিহত মুখ
ততবারই তুমি যেন হয়ে আস সুনির্মল সুখ,
তোমার কাননে ফুল ফোটেছিল শুধু আমারই তরে
আজ সেই ফুল কাহারে দিয়েছ তুমি থরে বিথরে।
তোমার দুরন্ত দুচোখের অনাবিল মায়া
সব হারিয়ে হলাম আমি অদৃশ্য কায়া
মন মাতানো সেৌরভ আর উৎসব আমেজে যখন চারিদিক মাতোয়ারা
তোমারই স্বপ্নে বিভোর হয়ে আমি এখন দিশেহারা
আমার প্রিয় ভালবাসা লি, তুমি আছ কোথায়
একবার এসে ধরা দাও আমারই মনের আঙ্গিনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাতী ভট্টাচার্য্য ১৯/০৬/২০১৫কাহিনি-কাব্য।ভালো
-
মোবারক হোসেন ১৭/০৬/২০১৫NICE
-
T s J ১৭/০৬/২০১৫সুন্দর হয়েছে
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/০৬/২০১৫গল্পের মত কাব্যগুলো ভালোই লাগে