রবে মিশে আজীবন
স্বপ্নের মাঝে তুমি নিরাশার ভাতি আমার
নিশিদিন দেখাও অনন্ত স্বপ্ন
ভালবাসার হাজারো ফুল নিয়ে হৃদয়
করেছ ভগ্ন।
নতজানু হয়ে তোমার পিছু পিছু
চলছি অবিরত
ভালবাসার মিথ্যা আলখেল্লা হয়ে
সৃষ্টি হয়েছে মনে ক্ষত।
তোমারই প্রেমের কাঙ্গাল আমি
চিরদিনই খুঁজি প্রাণের আধার
তোমারই অন্ধ প্রেমে হয়েছি নরাকার,
পুঞ্জ ভালবাসা হৃদয়ে সয়না
স্থির হয়ে জীবনে বাসা বাধেঁনা
চলছি তো চলছি অনন্তপানে
অজানা ধ্যানে
মুগ্ধতা আর স্পন্দনে ঘীরে থাকে মন
তবুও হৃদয় মাঝে রবে তুমি
সরা জীবন।
নিশিদিন দেখাও অনন্ত স্বপ্ন
ভালবাসার হাজারো ফুল নিয়ে হৃদয়
করেছ ভগ্ন।
নতজানু হয়ে তোমার পিছু পিছু
চলছি অবিরত
ভালবাসার মিথ্যা আলখেল্লা হয়ে
সৃষ্টি হয়েছে মনে ক্ষত।
তোমারই প্রেমের কাঙ্গাল আমি
চিরদিনই খুঁজি প্রাণের আধার
তোমারই অন্ধ প্রেমে হয়েছি নরাকার,
পুঞ্জ ভালবাসা হৃদয়ে সয়না
স্থির হয়ে জীবনে বাসা বাধেঁনা
চলছি তো চলছি অনন্তপানে
অজানা ধ্যানে
মুগ্ধতা আর স্পন্দনে ঘীরে থাকে মন
তবুও হৃদয় মাঝে রবে তুমি
সরা জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৫/২০১৫বেশ
-
আব্দুল মান্নান মল্লিক ২২/০৫/২০১৫খুব সুন্দর কবিতা, কবি