নিরাকার তুমি
মনটাকে যদি বলি ভাল থাকিস
মন সেতো বুঝেনা কিছুই বোঝেনা
শুধু অনাগত জীবন দেয় হাতছানি
যে জীবনের মানে বুঝি না,
পেতে চাই যারে নিশিদিন
যাকে চাই হৃদয়ে অমলিন
যার জন্য হাহাকার
সে কি শুধুই নিরাকার।
পূর্নিমা রাত্রিতে সমগ্র প্রকৃতির মাঝে তুমি
আমার স্বপ্নরে সারাটা জুড়ে তুমি
কেবলই খুজেঁ ফিরি যারে আমি
মনের গহিন হতে গহীনে,
সেতো আসেনা আর ফিরে
হৃদয়ের মিনারে।
মন সেতো বুঝেনা কিছুই বোঝেনা
শুধু অনাগত জীবন দেয় হাতছানি
যে জীবনের মানে বুঝি না,
পেতে চাই যারে নিশিদিন
যাকে চাই হৃদয়ে অমলিন
যার জন্য হাহাকার
সে কি শুধুই নিরাকার।
পূর্নিমা রাত্রিতে সমগ্র প্রকৃতির মাঝে তুমি
আমার স্বপ্নরে সারাটা জুড়ে তুমি
কেবলই খুজেঁ ফিরি যারে আমি
মনের গহিন হতে গহীনে,
সেতো আসেনা আর ফিরে
হৃদয়ের মিনারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৮/০৫/২০১৫
-
পিয়ালী দত্ত ০৭/০৫/২০১৫দারুন লাগল
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৭/০৫/২০১৫স্রষ্টার সান্নিধ্য লাভের প্রচেষ্টা প্র্যাগমেটিক অর্থে ফুটে উঠেছে । ভালো লাগলো কবি ।
-
আব্দুল মান্নান মল্লিক ০৭/০৫/২০১৫সুন্দর কবিতা
-
এম এস সজীব ০৭/০৫/২০১৫লিখতে থাকুন সে ফিরে আসবে
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/০৫/২০১৫ভালো লিখেছেন আমার কবিবন্ধু !!
ভালো লাগলো কবিতাটি।