নতুন প্রাণ
কেউ নেই চারদিকে কেবল আধাঁরে ঢেকেছে সব
নেই কোন সাড়া শব্দ নেই কলোরব
ডুব দিয়েছে ছায়া রাতের প্রকৃতি মায়া
রুপকথার ঘুমন্ত পুরীর মত শুধু আলেয়া,
স্বপ্নে দেখেছি তারে আসবে সে করিত আধাঁর দূর
উঠবে নতুন ভোরের নতুন রোদ্দুর।
পাখি ডাকা সকালে বইছে সুবাতাস
মনের একান্ত সুখ দুঃখ গুলো অচিরেই হবে শেষ
তোমাকে না পাওয়ার বেদনা বহেনা হৃদয়ে আমার
আসবে ই অনাবিল প্রশান্তি আবার,
দুঃখ গ্লানি, সব সমস্যার হবে সমাধান
আমাদের দেশ সোনার বাংলাদেশ ছুঁয়ে যাবে নতুন প্রাণ
সেই আশায় আছি বেচেঁ,
একদিন দুঃখ গুলো হবে ম্লান
হৃদয়ে জেগে উঠবেই অবারিত তাজা প্রাণ।
নেই কোন সাড়া শব্দ নেই কলোরব
ডুব দিয়েছে ছায়া রাতের প্রকৃতি মায়া
রুপকথার ঘুমন্ত পুরীর মত শুধু আলেয়া,
স্বপ্নে দেখেছি তারে আসবে সে করিত আধাঁর দূর
উঠবে নতুন ভোরের নতুন রোদ্দুর।
পাখি ডাকা সকালে বইছে সুবাতাস
মনের একান্ত সুখ দুঃখ গুলো অচিরেই হবে শেষ
তোমাকে না পাওয়ার বেদনা বহেনা হৃদয়ে আমার
আসবে ই অনাবিল প্রশান্তি আবার,
দুঃখ গ্লানি, সব সমস্যার হবে সমাধান
আমাদের দেশ সোনার বাংলাদেশ ছুঁয়ে যাবে নতুন প্রাণ
সেই আশায় আছি বেচেঁ,
একদিন দুঃখ গুলো হবে ম্লান
হৃদয়ে জেগে উঠবেই অবারিত তাজা প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরমী খানম ২৫/০৪/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫ভালো লাগলো পড়ে সুন্দর লিখা
-
পিয়ালী দত্ত ২০/০৪/২০১৫দারুন
-
সাইদুর রহমান ১৯/০৪/২০১৫এক কথায় চমৎকার।
শুভ কামনা সতত। -
স্বপন রোজারিও(১) ১৯/০৪/২০১৫চমৎকার হয়েছে।
-
আনন্দ মোহন বিশ্বাস ১৯/০৪/২০১৫হৃদয়ে জেগে উথবেই অবারিত তাজা প্রাণ ।
অশেষ ভাল লাগা রেখে গেলাম । -
আহমাদ মাগফুর ১৯/০৪/২০১৫সুন্দর!
-
আহমাদ মাগফুর ১৯/০৪/২০১৫ভালো লাগলো। শুভকামনা রইল।
-
রাবিত ১৯/০৪/২০১৫প্রান তাজা হল।