প্রিয় পহেলা বৈশাখ
মেতেছে প্রকৃতি সেজেছে নতুন সাজ
আবার এলো পহেলা বৈশাখ,
বসন্তের অবসান গ্রীষ্মের আগমন
চারদিকে বাজছে বাশি সুরের আস্ফালন।
রঙ্গিন আর রঙ্গিনে ভরে যাক হৃদয়
বৈশাখ এলো তাই সব কিছুই আনন্দময়,
পুরনোকে বিদায় আর নতুনের হাতছানি
পান্তা আর ইলিশে সবারই প্রিয় জানি
দুঃখ কষ্ট আজ সব দূরে যাক
আবার এলো দুরন্ত পহেলা বৈশাখ,
প্রকৃতির পরতে পরতে কি বাঁশির সুর
অন্ধকার কেটে আবার এলো নতুন ভোর
ফুটেছে হাসনা হেনা ফুটেছে গন্ধরাজ
ময়ূরী পেখম মেলে করে নাচ
প্রকৃতি আজ সেজেছে নতুন সাজ
এলো আবার এলো পহেলা বৈশাখ।
ধান ক্ষেতে মাঠে ঘাটে পার্কে পার্কে
নদীর বাঁকে বাঁকে
বিশ্ববিদ্যালয় ,কলেজ আর উন্মুক্ত মঞ্চে
চলছে পহেলা বৈশাখের উৎসব আমেজ
নাচে পাখি নাচে রোদ্দুর
আর নাচে শুভ্র বাতাস সতেজ
চারদিকে পাখি উড়ে যাকে যাক
আবার এলো প্রিয় পহেলা বৈশাখ।
আবার এলো পহেলা বৈশাখ,
বসন্তের অবসান গ্রীষ্মের আগমন
চারদিকে বাজছে বাশি সুরের আস্ফালন।
রঙ্গিন আর রঙ্গিনে ভরে যাক হৃদয়
বৈশাখ এলো তাই সব কিছুই আনন্দময়,
পুরনোকে বিদায় আর নতুনের হাতছানি
পান্তা আর ইলিশে সবারই প্রিয় জানি
দুঃখ কষ্ট আজ সব দূরে যাক
আবার এলো দুরন্ত পহেলা বৈশাখ,
প্রকৃতির পরতে পরতে কি বাঁশির সুর
অন্ধকার কেটে আবার এলো নতুন ভোর
ফুটেছে হাসনা হেনা ফুটেছে গন্ধরাজ
ময়ূরী পেখম মেলে করে নাচ
প্রকৃতি আজ সেজেছে নতুন সাজ
এলো আবার এলো পহেলা বৈশাখ।
ধান ক্ষেতে মাঠে ঘাটে পার্কে পার্কে
নদীর বাঁকে বাঁকে
বিশ্ববিদ্যালয় ,কলেজ আর উন্মুক্ত মঞ্চে
চলছে পহেলা বৈশাখের উৎসব আমেজ
নাচে পাখি নাচে রোদ্দুর
আর নাচে শুভ্র বাতাস সতেজ
চারদিকে পাখি উড়ে যাকে যাক
আবার এলো প্রিয় পহেলা বৈশাখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৫/০৪/২০১৫নাইস লিখা বেশ