পাংশু ভালোবাসা
আমি যেদিকে তাকাই দেখি শুধু ঝাপসা অন্ধকার
যারে ভাবি আপন করে পাব সেই হয় পর
মনের মধ্যে পুষে পুষে যাকে সাজাই যতন করে
সেই দেখি অন্য আরেক ফুলকে আকড়ে
ধরে স্বপ্নে ভাসে ভেলায় চরে।
ভালবাসার স্বপ্ন ডোরে যাকে নিয়ে আঁকি আলপনার ছবি
তাকেই দেখি অন্য জনের ছবির প্রতিকৃতি,
যাকে ভালবেসে চেয়ে ছিলাম কল্পনার রাণী বানাতে
সেই আমায় ছেড়ে চলে গেল স্বপ্ন দেখাতে দেখাতে।
আজ তাই আমি কোন স্বপ্ন দেখিনা
কাউকে আর আমি এভাবে ভালোবাসিনা
জীবন তরী আমার থমকে আছে
ভালবাসার নিবিড় ডালি মরে গেছে।
যারে ভাবি আপন করে পাব সেই হয় পর
মনের মধ্যে পুষে পুষে যাকে সাজাই যতন করে
সেই দেখি অন্য আরেক ফুলকে আকড়ে
ধরে স্বপ্নে ভাসে ভেলায় চরে।
ভালবাসার স্বপ্ন ডোরে যাকে নিয়ে আঁকি আলপনার ছবি
তাকেই দেখি অন্য জনের ছবির প্রতিকৃতি,
যাকে ভালবেসে চেয়ে ছিলাম কল্পনার রাণী বানাতে
সেই আমায় ছেড়ে চলে গেল স্বপ্ন দেখাতে দেখাতে।
আজ তাই আমি কোন স্বপ্ন দেখিনা
কাউকে আর আমি এভাবে ভালোবাসিনা
জীবন তরী আমার থমকে আছে
ভালবাসার নিবিড় ডালি মরে গেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৩/০৪/২০১৫নাইস লিখা
-
আনন্দ মোহন বিশ্বাস ১৩/০৪/২০১৫আপনি ধন্য এত ভাল কবিতা লিখতে পারেন , কবি ।